IQNA

কিরকুকের নিয়ন্ত্রণ ইরাকি বাহিনীর হাতে, উদ্বিগ্ন ইসরাইল

18:58 - October 18, 2017
সংবাদ: 2604100
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের তেল সমৃদ্ধ কিরকুকের ওপর থেকে কুর্দি পিশমার্গা বাহিনীর নিয়ন্ত্রণ চলে যাওয়ায় ইহুদিবাদী ইসরাইল উদ্বিগ্ন হয়ে পড়েছে। কারণ এতদিন পর্যন্ত কিরকুকই ছিল ইসরাইলের তেলের প্রধান উৎস।

বার্তা সংস্থা ইকনা: গতকাল (মঙ্গলবার) লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইরাকের সেনাবাহিনী দেশটির আধা-স্বায়ত্বশাসিত অঞ্চল কুর্দিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর কিরকুকের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। কৌশলগত তেল ক্ষেত্রগুলোর  ওপর থেকে কুর্দিদের নিয়ন্ত্রণ হাত ছাড়া হয়ে যাওয়ায় ইসরাইল এখন উদ্বিগ্ন হয়ে পড়েছে।

এদিকে, ইসরাইলের দু'টি টেলিভিশন চ্যানেল জানিয়েছে,  কিরকুকের যেসব তেল ক্ষেত্রগুলোর ওপর ইরাকি সেনাবাহিনী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সেগুলো তুরস্কের মধ্য দিয়ে ইসরাইলের প্রধান তেলের উৎস ছিল।   

ইসরাইলের বিশেষজ্ঞ ইহুদ ইউরি একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেন, "কিরকুক শহরটি ইরাকের তেলের প্রধান মজুদ ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। কোনো প্রকার যুদ্ধ ছাড়াই ইরাকি সেনাবাহিনী শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে। তুরস্কের মধ্য দিয়ে কিরকুক থেকে ইসরাইলে তেল পৌঁছানো হতো। ইসরাইলের উদ্বিগ্ন হওয়ার মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে যে, কুর্দিস্তান সরকার এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে কৌশলগত সম্পর্ক কি মাত্রায় গভীর।"

এছাড়া, আল মানার টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটে বলা হয়েছে, ২০১৭ সালে কিরকুকের তেল ক্ষেত্রগুলো থেকে উত্তোলন করা প্রায় অর্ধেক অপরিশোধিত তেল ইসরাইলে রপ্তানি করা হয়েছে। প্রতিদিন গড়ে ৩০০,০০০ ব্যারেল তেল ইসরাইলে বিক্রি করা হয় বলে বিশ্বব্যাপী তেল রপ্তানির পর্যবেক্ষণে নিয়োজিত একটি মার্কিন কোম্পানি জানিয়েছে। পার্সটুডে
captcha