IQNA

আল্লাহুম্মা আররিফনি নাফসাক দোয়াটি বেশী করে পড়তে বলার দর্শন

23:31 - December 11, 2017
সংবাদ: 2604532
মাহদাভি সংস্কৃতির একটি বড় দিক হচ্ছে সঠিক আকিদার উপর প্রতিষ্ঠিত থাকা। আর এই দোয়াতে আমরা আল্লাহর কাছে তার সঠিক পথে চলার জন্য সাহায্য প্রার্থনা করে থাকি।

আল্লাহুম্মা আররিফনি নাফসাক দোয়াটি বেশী করে পড়তে বলার দর্শন


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মানুষের বিশ্বাস, আচার–আচরণ এবং জ্ঞানের একটি সমন্বিত কাঠামোকে সংস্কৃতি বলা যায়। ভাষা, সাহিত্য, ধারনা, ধর্ম ও বিশ্বাস, রীতিনীতি, সামাজিক মূল্যবোধ ও নিয়মকানুন, উৎসব, শিল্পকর্ম এবং দৈনন্দিন কাজে ব্যবহার হয় এমন জিনিসপত্র বা হাতিয়ার ইত্যাদি সব কিছু নিয়েই সংস্কৃতি।

ইমাম মাহদীর প্রতি বিশ্বাস মূলত তৌহীদ, আদালত, নবুয়ত, ইমামত ও কিয়ামতের প্রতি বিশ্বাস। আর এই দোয়াতে আমরা আল্লাহর কাছে এই বিষয়েই হেদয়াত চাই।

এই দোয়াতে প্রথমেই আমরা আল্লাহর কাছে দোয়া চাই «اَللّهُمَّ عَرِّفْنى نَفْسَكَ فَاِنَّكَ اِنْ لَمْ تُعَرِّفْنى نَفْسَكَ لَمْ اَعْرِف نَبِيَّكَ اَللّهُمَّ عَرِّفْنى رَسُولَكَ...» হে আল্লাহ! আপনি নিজেই আমাকে আপনাকে চেনার তৌফিক দান করুন। এরপর নবীকে চেনা তারপর ইমামকে চেনার তৌফিক আল্লাহর কাছে চাই। যদি আল্লাহ আমাদেরকে তার নিজেকে, নবীকে এবং ইমাম না চেনান তাহলে আমরা ধ্বংস হয়ে যাব।

captcha