IQNA

ইমাম মাহদীর(আ.) জ্ঞানের প্রকৃতি ও উৎস

22:00 - December 13, 2017
সংবাদ: 2604548
ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন: জ্ঞান-বিজ্ঞানের ২৭টি অক্ষর রয়েছে নবীগণ যা এনেছেন তা হচ্ছে মাত্র ২টি অক্ষর এবং জনগণও এই দুই অক্ষরের বেশী কিছু জানে না। যখন আমাদের কায়েম কিয়াম করবে বাকি ২৫টি অক্ষর বের করবেন এবং মানুষের মধ্যে তা প্রচার করবেন। অতঃপর ওই দু’অক্ষরকেও তার সাথে যোগ করে মানুষের মাঝে প্রচার করবেন।

 

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম বাকের (আ.) বলেছেন, কায়েম হচ্ছে রাসূল (সা.)-এর বংশ থেকে এবং তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের অধিপতি হবেন ,আল্লাহ তাকে অপর সমস্ত দ্বীনের উপর জয়যুক্ত করবেন, মুশরিকরা অপ্রীতিকর মনে করলেও।

ইমাম বাকের (আ.) বলেছেন: যখন আমাদের কায়েম কিয়াম করবেন নিজের হাতকে মানুষের মাথায় বুলিয়ে দিবেন এবং তার বরকতে তাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক ও চিন্তাশক্তি পুরিপূর্ণতায় পৌঁছবে।

ইমাম বাকির(আ.) বলেছেন:

عن أبی جعفر علیه السلام: إنّ العلم بکتاب الله و سنة نبیّه ینبت فی قلب مهدیّنا، کما ینبت الزرع عن أحسن نباته، فمن بقی منکم حتّی یلقاه فلیقل حین یراه: السلام علیکم یا أهل بیت الرحمة و النبوة و معدن العلم و موضع الرسالة

আল্লাহর কিতাব ও মহানবীর সুন্নতের জ্ঞান ইমাম মাহদীর অন্তরে বিকাশলাভ করবে। যেভাবে উর্বর মাটিতে ভাল শশ্য জন্মায়। তোমরা যারা তার যুগে জীবিত থাকবে এবং তাকে দেখার সৌভাগ্য অর্জন করবেন তারা তার সাক্ষাতের সময় বলবে: হে রাসুলের আহলে বাইতের সদস্য, হে আল্লাহর জ্ঞানের খনি, আপনার প্রতি সালাম। শাবিস্তান

captcha