IQNA

স্কটল্যান্ডের গির্জায় সুললিত কণ্ঠে সূরা হামদ তিলাওয়াত + ভিডিও

1:24 - February 19, 2018
সংবাদ: 2605088
আন্তর্জাতিক ডেস্ক: স্কটল্যান্ডের একটি গির্জায় সূরা হামদ তিলাওয়াতের মাধ্যমে আন্তঃধর্মীয় সংলাপের সূচনা হয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ড. সোহেল আসাদ সম্প্রতি স্কটল্যান্ডের একটি গির্জায় সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করে উপস্থিত সকলের মন জয় করেছেন। ড. সোহেল আসাদ আর্জেন্টিনার একজন সক্রিয় মুবাল্লিগ।

লেবাননের বংশোদ্ভূত আর্জেন্টিনার সক্রিয় মুবাল্লিগ ড. সোহেল আসাদ ল্যাটিন আমেরিকার দেশসমূহে ২০টি ইসলামিক কেন্দ্র নির্মাণ করেছেন। সম্প্রতি তিনি স্কটল্যান্ডের একটি গির্জায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে সূরা হামদ তিলাওয়াত করেছেন।

এই তিলাওয়াতের ভিডিওটি ইকনার দর্শনার্থীদের দর্শনের জন্য উপস্থাপন করা হল:

iqna

 

 স্কটল্যান্ডের গির্জায় সুললিত কণ্ঠে সূরা হামদ তিলাওয়াত

 

captcha