IQNA

জার্মানীতে ২০১৭ সালে ১ হাজারেরও বেশী ইসলাম বিদ্বেষী হামলার ঘটনা ঘটেছে

0:42 - May 09, 2018
1
সংবাদ: 2605719
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানীতে ২০১৭ সালে সর্বমোট ১,০৭৫টি ইসলাম বিদ্বেষীহামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সরকার।


বার্তা সংস্থা ইকনা: মঙ্গলবার এক সরকারি বিবৃতির মাধ্যমে এ খবর জানানো হয়। সেখানে বলা হয় জার্মান পুলিশ গত বছর মোট ১,০৭৫টি ইসলাম বিদ্বেষীহামলার ঘটনা রেকর্ড করেছে।

এ হামলাগুলোর ৯২.৫ শতাংশই চালিয়েছে দেশটির উগ্র ডানপন্থী দলসমূহ। তারা দেশটির সংখ্যা লঘু মুসলমানদের ওপর মোট ৯৯৪টি হামলা চালিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

মুসলিম বিদ্বেষী ঘটনা রোধে ও জার্মানীতে বসবাসকৃত মুসলিমদের অনুরোধে দেশটির পুলিশ গত জানুয়ারী থেকে মুসলমানদের ওপর বিদ্বেষমূলক হামলার ঘটনাসমূহকে বিশেষ ধারার আওতায় নিবন্ধন করছে।

জার্মানীতে বর্তমানে প্রায় ৮১.৮ মিলিয়ন মুসলিম বসবাস করছে যা পশ্চিম ইউরোপের দেশসমূহের মধ্যে ফ্রান্সের পরে দ্বিতীয় সর্বোচ্চতম। তবে দেশটিতে ইসলাম আতঙ্কজনিত হামলার ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের সময়

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
ranskgps
0
0
20
captcha