IQNA

মানুষের হৃদয় তথা মন জয় করার উপায়

23:08 - May 12, 2018
1
সংবাদ: 2605740
উত্তম চরিত্র দ্বারা অধীনস্থদের শ্রদ্ধা ও ভক্তি অর্জন করা যায়। ফলে তাদের দ্বারা লক্ষ বাস্তবায়ন করা সহজ হয়। কারণ, মানুষ যখন ঊর্ধ্বতনদের পক্ষ হতে মানবিক ও অমায়িক আচরণে মুগ্ধ হয় তখনি তারা ঝরঝরা মনোভাব নিয়ে কাজ আঞ্জাম দেয়।


বার্তা সংস্থা ইকনা''র রিপোর্ট: মহানবী(সা.) বলেছেন, মানুষকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যে যদি কেউ তাদের প্রতি দয়া ও সহানুভূতি দেখায় তাহলে তারা তাকে ভালবাসে আর যারা তাদের সাথে খারাপ আচরণ করে তারা তাদেরকে অন্তর থেকে ঘৃণা করে।

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন: তোমরা যদি তোমাদের শত্রুদের সাথে প্রতিশোধমূলক আচরণ না করে ভাল আচরণ কর, তাহলে তারা তোমাদের প্রতি বেশী ঝুঁকে পড়বে এবং তারা ভাল হয়ে যাবে।

ক্ষমা প্রদর্শন ও পজিটিভ হোন: অনেক সময় প্রতিশোধ না নিয়ে ক্ষমা প্রদর্শন করলে ভুলকারী অধিক শিক্ষা পায়, ভুল সংশোধনের প্রতি অধিক প্রয়াসী হয় এবং তার হৃদয়ে আপনার প্রতি স্বচ্ছ ও বর্ধিত ভালবাসা সৃষ্টি হয়। এভাবে আপনি অপরাধীকে সংশোধন করে নিজের ভক্তে পরিণত করতে পারেন।

ধৈর্য ও সহনশীলতা বিরোধীদের মোকাবেলা এবং নিজ অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অত্যন্ত কার্যকর। এই গুণটিকে সাফল্যের চাবিকাঠি বলা যায়।

তাছাড়া, মানুষকে তার সুন্দর নাম ধরে ডাকা, পূর্বের কোন ঘটনার খোজ খবর নেয়া, হাসি মুখে কথা বলা, চা-নাস্তার আসর বসানো, উপকার করা, নিজেকে তার শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থাপন করা, কোমলতা, উদারতা, ওয়াদা ঠিক রাখা এসবই মানুষকে মানুষের কাছে এনে দেয়।

সূত্র: তুহাফু উকুল, ৩৭, গুরারুল হিকাম, ৩৬৩৭

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
vmhbsiac
0
0
20
captcha