IQNA

পবিত্র কুরআনের সাথে ইমাম মাহদীর(আ.) সাদৃশ্য

22:38 - May 15, 2018
সংবাদ: 2605759
পবিত্র কুরআন হচ্ছে মু’মিনের শরীর ও চোখের জন্য শাফা বা মুক্তি আর কাফেরদের জন্য খতি।অ ইমাম মাহদীও মানবতার জন্য মুক্তি ও প্রশান্তি আর কাফিরদের জন্য জম বা মহাবিপদ। কেননা তিনি আবির্ভূত হয়ে সকল কাফের মুশরিকদেরকে নিধন করে সত্য ইসলামী ও কুরআনের আদর্শকে বাস্তবায়ন করবেন।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পবিত্র কুরআন সকল কিছুর বর্ণনাকারী, تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ»، অনুরূপভাবে ইমাম মাহদীও সকল কিছুর বর্ণনাকারী।

কুরআন হচ্ছে মু’মিনদের জন্য শেফা ও রহমত। ইমাম মাহদীও মানবতার জন্য শেফা ও রহমত। কেননা তিনি তার আবির্ভাবের পর মানুষকে সকল প্রকার ভোগান্তি থেকে মুক্তি দান করবেন। এমনকি তাতে কাফের ও মুশরিকরা অসন্তুষ্ট হবে।

কুরআনের মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোর পথে হেদায়েত প্রাপ্ত হবে। ইমাম মাহদীর মাধ্যমেও মানুষ সকল প্রকার নফসের তাড়না, অজ্ঞতা ইত্যাদি থেকে মুক্তি প্রাপ্ত হবে।

captcha