IQNA

রোজাদার শ্রমিকদের ‘ঝুঁকিপূর্ণ’ বললেন মন্ত্রী, পেলেন পাল্টা জবাব

20:04 - May 22, 2018
সংবাদ: 2605814
আন্তর্জাতিক ডেস্ক: রমজান মাসে মুসলিমদের ছুটি নিতে বলায় ডেনমার্কের অভিবাসন মন্ত্রীর সমালোচনা করে তার যুক্তির ভুল ধরিয়ে দিয়ে পাল্টা বক্তব্য দিয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষ।

 
বার্তা সংস্থা ইকনা: ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, অভিবাসন নীতিমালার বিষয়ে কট্টরপন্থী ইঙ্গার স্টোজবার্গ বলেন- কর্মদিবসে রোজা রাখলে আধুনিক সমাজে বিভিন্ন সমস্যা তৈরি হয়।

তিনি বাস ড্রাইভার ও হাসপাতালের কর্মীদের সম্ভাব্য বিভিন্ন ঝুঁকির কথা উল্লেখ করেন।

রমজান নিয়ে স্টোজবার্গের বক্তব্যের প্রতিবাদে সর্বপ্রথম সরব হয় বাস কোম্পানিগুলো।

ডেনমার্কের কয়েকটি রুটে বাস চালানো প্রতিষ্ঠান আরিভা জানায়, রোজাদার কোনো ড্রাইভার কখনো তাদের কোনো বাস নিয়ে দুর্ঘটনায় পড়েনি।

সংস্থাটির মুখপাত্র পিয়া হ্যামারশয় ডেনমার্কের একটি পত্রিকাকে বলেন, ‘এটা কার্যত আমাদের জন্য কোনো সমস্যা নয়।’

ডেনমার্কের ৩এফ ট্রান্সপোর্ট ইউনিয়নও একই রকম বক্তব্য দিয়েছে। তাদের নেতা ইয়ান ভিলাডসেন অবাক হয়েছেন এই ভেবে যে, অভিবাসন মন্ত্রী অস্তিত্ব নেই এমন একটি সমস্যা তৈরি করার চেষ্টা করছেন কিনা।

ডেনমার্কের মুসলিম ইউনিয়ন সামাজিক মাধ্যমের একটি বিবৃতিতে উদ্বিগ্ন হওয়ার জন্য স্টোজবার্গকে ধন্যবাদ জানায়। কিন্তু একই সঙ্গে এ-ও বলে যে, প্রাপ্তবয়স্ক মুসলিমরা রোজা রাখে এবং তারা রোজা রেখেও নিজের ও সমাজের দায়িত্ব নিতে সক্ষম।

স্টোজবার্গের নিজের দলের সতীর্থ নেতা জ্যাকব জেন্সেন বলেন, অযথা নাক না গলিয়ে রাজনিতিকদের উচিত ‘সত্যিকারের সমস্যা’ মনোযোগ দেয়া। আরটিএনএন

captcha