IQNA

ইসলামে ধর্মান্তরিত নারীর ভালোবাসার মানুষটির জন্য সাত বছর ধরে অপেক্ষা

8:19 - August 16, 2018
সংবাদ: 2606477
আন্তর্জাতিক ডেস্ক: আমি এই অনুচ্ছেদটি লিখছি আমাদের উম্মাহ’র এমন একটি সমস্যার উপর আলোকপাত করার জন্য বিশ্বাস করি যেটাকে আমরা ঠিক করতে পারবো। অনেক মানুষই এটা উপলব্ধি করতে পারেনি যে তারা এটি করে চলছে বা অনেকেই উপলব্ধি করতে পারেনি যে এটি তাদের ভুল।

 
বার্তা সংস্থা ইকনা: আমাদের মানসিকভাবে আরো বেশি বৈচিত্র্যপূর্ণ হওয়া দরকার। আমাদেরকে এই রকম চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে যে, বিয়ে শাদী শুধুমাত্র আমাদের নিজস্ব সংস্কৃতি বা শুধুমাত্র নিজস্ব বর্ণের মধ্যে অনুষ্ঠিত হবে। আমাদের এরকম চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে কারণ ইসলাম হচ্ছে এই বিশ্বের সবচাইতে বৈচিত্র্যপূর্ণ ধর্ম।

আমি ইসলামে ধর্মান্তরিত অনেক অনেক আকর্ষণীয় ভাই এবং বোনদের দেখেছি যাদেরকে লোকজন বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের পিতামাতা ধর্মান্তরিতদের বিয়ে করাতে অস্বীকৃতি জানানো আমার হৃদয় ভাঙ্গার অন্যতম কারণ। এ কারণেই আমি আপনাদের সাথে এই গল্প ভাগাভাগি করতে চাইঃ

আমি একজন ইসলামে ধর্মান্তরিত নারীকে এবং একজন পাকিস্তানি পুরুষকে চিনি যারা পরস্পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে খুবই আগ্রহী। ওই পুরুষ একজন উচ্চ শিক্ষিত এবং উচ্চ বংশীয় মানুষ। কিন্তু মেয়েটি নিউইয়র্কের একটি দিনমজুর শ্রেণীর পরিবারের। তারা একে অন্যের প্রেমে পড়ে, তবে তাদের প্রেম ছিল একেবারেই নিষ্পাপ এবং হালাল। তারা খুব সহজেই তাদের পিতামাতাদের না জানিয়েই লিভ টুগেদার করতে পারত। তথাপি পাপের মধ্যে বসবাস না করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় একে অন্যের সাথে সুন্দর জীবন যাপন করার জন্য।

যখন তারা কলেজে অধ্যয়নরত ছিল ওই পুরুষ তার পিতামাতাকে এ সম্পর্কে জানায় এবং মেয়েটি কলেজে থাকা অবস্থায় ধর্মান্তরিত হয়েছিল। তার পরিবার তাকে এ ব্যাপারে না করে দিয়েছিল এবং সে কখন তার স্নাতক ডিগ্রি শেষ করবে তা জানতে চেয়েছিল। মেয়েটি হাতাশার সাথে অপেক্ষা করতে থাকে কারণ সে তাকে খুবই ভালোবাসত। সে আশায় ছিল সে যেন এই পৃথিবীতে তার স্বর্গ হতে পারে। যদিও আমরা আমাদের ইচ্ছামত অপেক্ষা করতে পারি এবং পরিকল্পনা করতে পারি কিন্তু সৃষ্টিকর্তাই হলেন সবচেয়ে বড় পরিকল্পনাকারী।

হয়ত তারা এখন পাশাপাশি নেই এর পেছনে সৃষ্টিকর্তার কোনো উদ্দেশ্য থাকতে পারে। তথাপি যদি সৃষ্টিকর্তা ইচ্ছা করেন (ইনশা আল্লাহ) তারা পুনরায় মিলিত হতে পারবেন। তাদের দুজনেই এই স্বপ্ন দেখেন।

আজকের দিন অবধি পুরুষ মানুষটি যেকোনো নারীই তাকে বিয়ে করতে চায় তাদেরকে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। তিনি এমনকি তার পিতামাতা তার জন্য কোন পাত্রী আনলেও তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন।

সুতরাং মানুষটি তার ইজ্ঞিনিয়ারিং ডিগ্রি সমাপ্ত হওয়া অবধি অপেক্ষা করে রয়েছেন। তার পরিবার আবারও এ বিষয়ে না বলে দিয়েছে এবং এখনো মেয়েটিকে বিবাহ করাতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। ভাইটি তার পিতামাতার বিরুদ্ধে যেতে চান না এবং এজন্য মেয়েটির হৃদয় ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে।

অনেক বছর ধরেই মেয়েটি তার পছন্দের মানুষটির পরিবারের তাদের বিয়ের ব্যাপারটিকে মেনে নেয়ার জন্য অপেক্ষা করে রয়েছেন। সে বুঝতে পারছে না কেন তাদের ভালোবাসার জয় হচ্ছে না। মেয়েটি বুঝতে পারছে না কেন তার পছন্দের মানুষটি তার পরিবারের অমতে তাকে বিয়ে করছে না। এতকিছুর পরও তারা একে অন্যকে আজকের দিন অবধি ভালোবেসে যাচ্ছে যদিও তাদের মধ্যে বছরে মাত্র একবার দেখা হয়। তারা একে অন্যকে একথা বলে না যে তারা একে অপরকে ভালোবাসে কারণ এটি উভয়কেই খুব বেশি দুঃখ দিতে পারে কিন্তু তাদের কার্যক্রম শব্দের চাইতেও বেশি কর্মক্ষম।

অধিকন্তু হৃদয়ভাঙ্গা কান্না এবং হতাশার পরে মেয়েটি আর অপেক্ষা করতে চায় না। অনেক বছর ধরে তার পছন্দের মানুষটির পিতামাতার মত পাল্টাতে চেষ্টা করার পর মেয়েটি এখন কোনো একজনকে বিয়ে করতে সিদ্ধান্ত নিয়েছে।

পুরুষ ভাইটি বছরের পর বছর ধরে তার পরিবারকে রাজী করাতে চেষ্টা চালিয়ে আসছে কিন্তু প্রত্যেক বারেই তারা এ ব্যাপারে অস্বীকৃতি জানিয়ে আসছে। তার পিতামাতা একথাও বলেনি যে, তারা অস্বীকৃতি জানিয়ে আসছে কারণ মেয়েটি ধর্মান্তরীত বা ভিন্ন বর্ণের। পাকিস্তানি পরিবারটি খুবই শিক্ষিত হওয়ার পরেও কেন তারা এই বিয়েকে মেনে নিতে পারছে না এই বিষয়টি আমাকে এবং ধর্মান্তরিত হওয়া বোনটিকে দ্বিধান্বিত করেছে। যদিও পাকিস্তানি পুরুষ ভাইটি একজন ইঞ্জিনিয়ার কিন্তু মেয়েটিও উচ্চ শিক্ষিত এবং বর্তমানে একজন সফল ডাক্তার।

আমার কাছে তাদের দুজনকে ভালো মানানসই বলে মনে হয়েছে। যদিও আমি মনে করি মানানসই হওয়ার জন্য একে অন্যকে ভালোবাসাটাই যথেষ্ট, কিন্তু আমি একজন নিরাশাবাদী রোমান্টিক। কেয়া গ্রাভিতার

captcha