IQNA

অস্ট্রেলিয়ায় প্রথম মুসলিম নারী সিনেটর মেহরিন

12:50 - August 17, 2018
সংবাদ: 2606484
আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম অভিবাসীদের আসা বন্ধ করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেসার অ্যানিং। এই মন্তব্যের তীব্র নিন্দা ঝড় বইছে। এরই মধ্যে প্রথমবারের মত অস্ট্রেলিয়ার সিনেটে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম নারী মেহরিন ফারুকি।



বার্তা সংস্থা ইকনা: বুধবার তাকে সিনেটের একটি শূন্য পদে মনোনয়ন দেয়া হয়। সিনেটর নির্বাচিত হওয়ার আগে তিনি নিউ সাউথ ওয়েলস থেকে গ্রিন পার্টির সাংসদ ছিলেন। ২০১৩ সালে তিনি সাংসদে নির্বাচিত হন।
এ নিয়ে পাকিস্তানি বংশোদ্ভূত এই মুসলিম নারী বলেন, অস্ট্রেলিয়া ভবিষ্যতে অবশ্যই ‘বৈচিত্র্যময় এবং শক্তিশালী’ হবে।
তিনি আরও বলেন, সিনেটর হিসেবে আমার প্রধান দায়িত্ব হবে বর্ণবাদকে পরাজিত করা।
আগামী সপ্তাহে মেহরিন সিনেটর হিসেবে শপথ নেবেন।
মেহরিন ১৯৯২ সালে পাকিস্তান থেকে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় যান। পরিবেশ বিজ্ঞানে ডক্টরেট করা মেহরিন ক্যারিয়ার শুরু করার পরই রাজনীতিতে প্রবেশ করেন।
উল্লেখ্য, পাকিস্তানি বংশোদ্ভূত এই মুসলিম নারী পেশায় পরিবেশ প্রকৌশলী। মেহরিন ফারুকি দীর্ঘ ২৫ বছর ধরে অস্ট্রেলিয়ার নগর পরিকল্পনা প্রকৌশলী হিসেবে কাজ করেছেন। তিনি নারীবাদী হিসেবেও বেশ পরিচিত।
iqna

 

 

 

captcha