IQNA

সৌদির দুটি বিমান অবতরণের অনুমতি দেয়নি তুরস্ক

23:53 - October 14, 2018
সংবাদ: 2606998
আন্তর্জাতিক ডেস্ক: আল জাজিরা সংবাদ সংস্থা এক প্রতিবেদনে উল্লেখ করেছে, তুরস্ক সৌদি আরবের দুটি বিমান অবতরণের অনুমতি দেয়নি।

সৌদির দুটি বিমান অবতরণের অনুমতি দেয়নি তুরস্কবার্তা সংস্থা ইকনা: আল জাজিরা নিউজ নেটওয়ার্ক একটি জরুরি খবর ঘোষণা করেছে যে, ইস্তানবুলের আতাতুর্ক আন্তর্জাতিক বিমান বন্দরে সৌদি-মালিকানাধীন দুটি বিমান অবতরণ করার অনুমতি দেয়নি তুরস্ক।
ইস্তানবুল আতাতুর্ক বিমানবন্দর (Istanbul Atatürk Airport) তুরস্কের সর্ববৃহৎ শহর অর্থাৎ ইস্তানবুলে অবস্থিত। এই বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং প্রতিদিন এই বিমানবন্দরে বিভিন্ন দেশের অনেক বিমান অবতরণ করে। তুর্কি এয়ারলাইনসের প্রধান কেন্দ্র হচ্ছে ইস্তানবুল আতাতুর্ক বিমানবন্দর।
সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী ও আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পর সৌদি-তুরস্কের সম্পর্কে ফাটল ধরেছে।
iqna

captcha