IQNA

ইমাম মাহদী(আ.) মানুষের অন্তরে হুকুমত করেন

23:46 - October 19, 2018
সংবাদ: 2607046
ইমাম মাহদীর রাষ্ট্রে যেহেতু খুব অল্প সময়ের মধ্যে মানুষের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং মানুষের অন্তর থেকে সকল নিরাশ দূর হয়ে আশার বাতি সঞ্চার হবে তখন সবাই অন্তর থেকে ইমাম মাহদীকে সাহায্য করবে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মহানবী(সা.) বলেছেন, আমি তোমাদেরকে আমার বংশের মাহদী সম্পর্কে খবর দিচ্ছি যার হুকুমতের সময়ে আসমান ও জমিনের সকল অধিবাসীরা আনন্দিত হবে।

তিনি আরও বলেছেন: আমার উম্মত থেকে এমন এক ব্যক্তি আগমন ঘটবে যার প্রতি সবাই রাজি ও খুশি থাকবে।

ইমাম আলী (আ.) বলেছেন: আমাদের সময়ে অতি কঠিন সময় অতিবাহিত হবে কিন্তু যখন আমাদের কায়েম কিয়াম করবে তখন সকল হিংসা-বিদ্বেষ দূরীভূত হবে এমনকি সব ধরনের পশু-পাখিরাও একত্রে জীবন-যাপন করবে৷ সেসময়ে পরিবেশ এত বেশী নিরাপদ হবে যে, এক জন নারী তার সকল স্বর্ণ-অলঙ্কার ও টাকা-পয়সাসহ একাকী ইরাক থেকে সিরিয়া পর্যন্ত নির্ভয়ে পরিভ্রমণ করবে (খিসাল খণ্ড- ২, পৃ.-৪১৮)৷

আমরা যেহেতু অন্যায়, হিংসা, অত্যাচার ও সকল প্রকার অসৎকর্মের যুগে বসবাস করছি তাই এমন সোনালী যুগের ধারণাও আমাদের জন্য অতি কঠিন ব্যাপার৷ এর কারণের দিকে যদি দৃষ্টিপাত করি তাহলে বুঝবো যে, ইমাম মাহদী (আ.)-এর হুকুমতের ওই সবের কোন অস্তিত্ব থাকবে না৷ সুতরাং আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হবে এবং সমাজ নিরাপত্তায় পরিপূর্ণ হয়ে যাবে৷

captcha