IQNA

সুদানে পবিত্র কুরআনের ২০ হাজার পাণ্ডুলিপি বিতরণ

23:58 - October 19, 2018
সংবাদ: 2607050
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের "মরেশ কাহরেমান" শহরের মেয়র ঘোষণা করেছেন: তুরস্কের এক প্রতিনিধিদল সুদানের রাজধানী খার্তুমে সফরকালে সেদেশের জনগণের মধ্যে পবিত্র কুরআনের ২০ হাজার পাণ্ডুলিপি বিতরণ করেছে।

সুদানে পবিত্র কুরআনের ২০ হাজার পাণ্ডুলিপি বিতরণ

বার্তা সংস্থা ইকনা: পবিত্র কুরআনের এসকল পাণ্ডুলিপি "মাদারেসে রাহমাত" এবং "পৃথিবী কুরআন চাই" পরিকল্পনার মাধ্যমে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মরেশ কাহরেমানের তুর্কি নাগরিক সমাজ সংগঠনের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে।
মারেশ কাহরেমানের মেয়র, এই প্রদেশের শিক্ষা বিভাগের পরিচালক মুহাম্মাদ আমিন আক ক্বুরাত, তুর্কি নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধিগণ এবং কর্মকর্তাগণ পবিত্র কুরআন বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মারেশ কাহরেমান প্রদেশের শিক্ষা বিভাগের পরিচালক মুহাম্মাদ আমিন আক ক্বুরাত উক্ত অনুষ্ঠানে বলেন: সুদানে আমাদের ভাইয়ের নিকটে উপস্থিত হতে পেরে আমি অনেক খুশি।
সুদান প্রজাতন্ত্র আফ্রিকার মহাদেশের উত্তর-পূর্ব দিকে একটি দেশ। দেশটির রাজধানীর নাম খার্তুম। সুদানের ৯৭ শতাংশ জনগণ মুসলমান। ২011 সালে গণভোটের পর দক্ষিণ সুদান পৃথক হওয়ার আগে এটি আরব বিশ্বের বৃহত্তম দেশ হিসেবে গণ্য করা হত।

iqna

captcha