IQNA

এবার কারবালা জিয়ারতকারীদের কোন ঝুঁকি নেই

23:58 - October 19, 2018
সংবাদ: 2607051
আন্তর্জাতিক ডেস্ক: কারবালা প্রাদেশিক কাউন্সিলের সদস্য সানদেস ওমরান বলেছেন: ইমাম হুসাইন (আ.)এর আরবাইন উপলক্ষে পদযাত্রায় অংশগ্রহণকারী লক্ষ্য লক্ষ্য জিয়ারতকারীদের পূর্ণ নিরাপত্তা প্রদান করা হচ্ছে।

এবার কারবালা জিয়ারতকারীদের কোন ঝুঁকি নেইবার্তা সংস্থা ইকনা: কারবালা প্রাদেশিক কাউন্সিলের সদস্য সানদেস ওমরান এ ব্যাপারে বলেন: কারবালা প্রদেশ বিশেষ করে এই প্রদেশের পশ্চিমাঞ্চল সম্পূর্ণরূপে নিরাপদে রয়েছে। ইমাম হুসাইন (আ.)এর আরবাইন উপলক্ষে পদযাত্রায় অংশগ্রহণকারী লক্ষ্য লক্ষ্য জিয়ারতকারীদের নিরাপত্তার দিক থেকে কোন ঝুঁকি নেই।
এই বছরের নিরাপত্তা পরিকল্পনা এবং ব্যবস্থা কিছু পরিবর্তন করার কথা উল্লেখ করে তিনি বলেন: ইমাম হুসাইন (আ.)এর আরবাইন উপলক্ষে পদযাত্রায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা প্রদানের জন্য ১৭ই অক্টোবর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউফ্রেটিস সেন্ট্রাল অপারেশনস কমান্ড সহ নিরাপত্তা বাহিনীর কমান্ডারগণ এই বৈঠকে অংশগ্রহণ করেছেন।
জিয়ারতকারীদের নিরাপত্তা প্রদানের ব্যাপারে গুরুত্বারোপ করে সানদেস ওমরান বলেন: এবছর স্থল পথের পাশাপাশি আকাশ পথেও জিয়ারতকারীদের নিরাপত্তা প্রদান করা হবে।
iqna

 

captcha