IQNA

কুরআনের হস্তলিখিত পাণ্ডুলিপি বিক্রি বন্ধ করতে সফল হয়েছে মিশর

23:58 - October 19, 2018
সংবাদ: 2607052
আন্তর্জাতিক ডেস্ক: মিশরীয় প্রকাশনা ও ডকুমেন্টেশন সেন্টার পবিত্র কুরআনের হস্তলিখিত একটি প্রাচীন পাণ্ডুলিপি বিক্রি বন্ধ করতে সক্ষম হয়েছে।

কুরআনের হস্তলিখিত পাণ্ডুলিপি বিক্রি বন্ধ করতে সফল হয়েছে মিশরবার্তা সংস্থা ইকনা: বিক্রয়কারীরা "আতলাস উসমানী সাদীস" নামে প্রসিদ্ধ পবিত্র কুরআনের হস্তলিখিত এই পাণ্ডুলিপিটি মিশরের বাহিরে নিয়ে বিক্রি করার চেষ্টা করেছিল। কিন্তু সক্ষম হয়নি।
মাহমুদ রাফিফ আফান্দির হাতে লেখা "আতলাস উসমানী সাদীস" নামে প্রসিদ্ধ পবিত্র কুরআনের প্রাচীন পাণ্ডুলিপিটি জার্মানের কর্মকর্তাদের সহযোগিতায় মিশরীয় প্রকাশনা ও ডকুমেন্টেশন সেন্টার মিশরে ফিরিয়ে নিতে যেতে সক্ষম হয়েছে।
অনন্য এই পাণ্ডুলিপিটি ১৯ শতকের অন্তর্গত। এই পাণ্ডুলিপিটি বার্লিন শহরে নিলামে তোলা হয়েছে এবং এর মূল্য ২৮,000 ইউরোর পৌঁছেছিল। তবে জার্মানের কর্মকর্তাদের সহযোগিতায় মিশরীয় প্রকাশনা ও ডকুমেন্টেশন সেন্টার এই পাণ্ডুলিপিটিকে মিশরে ফিরিয়ে নিতে যেতে সক্ষম হয়েছে।
iqna

 

 

captcha