IQNA

সুদানে দুই বিরোধী নেতা গ্রেফতার

0:04 - June 10, 2019
সংবাদ: 2608706
আন্তর্জাতিক ডেস্ক: সুদানের নিরাপত্তাবাহিনী দেশটির দু’জন বিরোধী নেতাকে গ্রেফতার করেছে। মধ্যস্থতার জন্য আগত ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমদের সাথে রাজধানী খার্তুমে বৈঠকের একটু পরেই মুহাম্মদ ইসমাত ও ইসমাইল জালাব নামে দুই নেতাকে গতকাল গ্রেফতার করা হয়।

বার্তা সংস্থা ইকনা: সুদানের ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সামরিক পরিষদ ও বিক্ষোভকারী উভয় পক্ষের প্রতিনিধিদের সাথে শুক্রবার বৈঠক করেছেন ইথিওপিয়ান প্রধানমন্ত্রী।

বিক্ষোভকারী যেসব নেতার সাথে তিনি বৈঠক করেছেন তাদের মধ্যে ছিলেন বিরোধীদলীয় রাজনীতিক মুহাম্মদ ইসমাত ও সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থ নেতা ইসমাইল জালাব। আবি আহমদের সাথে বৈঠকের পর শুক্রবারেই গ্রেফতার করা হয়। আর ইসমাইল জালাবকে তার বাসভবন থেকে গতকাল শনিবার সকালে গ্রেফতার করা হয়। তাদের সহকর্মীরা এ খবর জানিয়েছেন।

তারা বলেন, ভোর ৩ টায় গাড়িতে করে একদল সশস্ত্র ব্যক্তি এসে ইসমাইল জালাবকে কোনো কারণ না জানিয়েই নিয়ে যায়। জালাবের সহকর্মী রশিদ আনোয়ার এ কথা জানান। তিনি আরো জানান, তার দলের মুখপাত্র মুবারক আরদলকেও আটক করা হয়েছে। তিনি বলেন, তাদেরকে কোথায় রাখা হয়েছে তা আমরা জানি না।  iqna

captcha