IQNA

আট দিনের সফল মিশন শেষে কুরআন নিয়ে মহাকাশ থেকে ফিরলেন হাজ্জা

15:06 - October 08, 2019
সংবাদ: 2609391
আন্তর্জাতিক ডেস্ক: মহাগ্রন্থ আল-কোরআনে কারীম ওয়াল ফোরকানে হামিদের একটি কপি বুকে নিয়ে মহাকাশে আট দিনের সফল মিশন শেষে সহীহ-সালামতে পৃথিবীর বুকে ফিরে এলেন সংযুক্ত আরব আমিরাতের প্রথম নভোচারী হাজ্জা আল-মানসুরি (৩৪)।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা ৫৯ মিনিটে তিনি পৃথিবীর বুকে ফিরে আসেন। মহাশূন্যে উঠার পর হাজ্জা আল-মানসুরি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কাবা শরিফ, মসজিদ আল-হারামসহ পবিত্র মক্কা নগরীর একটি সুন্দর ছবি তোলেন।

মার্কিন মহাকাশ সংস্থা নাসার ঘোষণা অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর বিকেল ৫টা ৫৭ মিনিটে কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে ‘সবুজ এমএস ১৫’- এর মাধ্যমে আল-কোরআনের একটি কপি বুকে নিয়ে মহাকাশে যাত্রা শুরু করেন তিনি। এমটি নিউজ২৪

 

captcha