IQNA

নবনির্বাচিত প্রেসিডেন্টের সাথে ইরানের শীর্ষ কমান্ডারদের বৈঠক

18:25 - June 22, 2021
সংবাদ: 2613002
তেহরান (ইকনা): ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক প্রধান ও উচ্চপদস্থ কমান্ডারেরা আজ (মঙ্গলবার) নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এ সময় তারা নানা বিষয়ে কথা বলেন।

সামরিক বাহিনীর কমান্ডারেরা রায়িসির নয়া সরকারকে সব ধরণের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেনা কর্মকর্তারা বলেন, তারা ইরানকে আরও শক্তিশালী করতে সব ক্ষেত্রেই সহযোগিতা দিতে প্রস্তুত আছেন। এ সময় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামিও উপস্থিত ছিলেন। পার্সটুড

সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে বৈঠকে ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি ছাড়াও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারেরা উপস্থিত ছিলেন।

গত শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি প্রায় ১ কোটি ৮০ লাখ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর থেকেই তার সঙ্গে দেশের বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা সাক্ষাৎ করে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন।  iqna

captcha