IQNA

সুদানে ১০০ জন হাফেজের সম্মাননা প্রদর্শন

10:30 - January 17, 2022
সংবাদ: 3471297
তেহরান (ইকনা): সুদানের রাজধানী খার্তুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র কুরআনের ১০০ হাফেজকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সুদানে ১০০ জন হাফেজের সম্মাননা প্রদর্শনসুদানের আনসার আল-সুন্নাহ আল-মুহাম্মাদিয়াহ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেদেশের রাজধানী খার্তুমে পবিত্র কুরআনের ১০০ জন হাফেজকে সম্মানিত করার জন্য একটি বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
এই অ্যাসোসিয়েশনের মহাসচিব আবদুল মোনেইম সালেহ জানান, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এসকল শিক্ষার্থীদের সম্মাননা প্রদর্শন করার জন্য এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
 
আনসার আল-সুন্নাহ আল-মুহাম্মাদিয়াহ অ্যাসোসিয়েশনের উচ্চশিক্ষা বিভাগের মহাসচিব আব্দুর রহমান মুসা বলেন: এই পদক্ষেপের মাধ্যমে অন্য শিক্ষার্থীদের কুরআন হেফজের প্রতি অধিক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি হবে।
 
তিনি এই কুরআনিক কোর্সে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানান এবং সেই সাথে পবিত্র কুরআন মুখস্থ করার জন্য কঠোর পরিশ্রম ও ধৈর্য সহকারে শিক্ষার্থীদের প্রতি উৎসাহ প্রদানের মাধ্যমে গুরুত্বারোপ করে বলেন: কুরআন হেফজ কোর্সে এসকল শিক্ষার্থীরা সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছে। অন্যান্য শিক্ষার্থীদের জন্য এই কোর্স অব্যাহত থাকবে।
 
ছাত্রদের প্রতিনিধি ওমর জিয়াউদ্দীন আবদুল্লাহ, আনসার আল-সুন্নাহ ছাত্র সংগঠন এবং কুরআন হেফজ কোর্সের আয়োজকদের কাছে বার্তা পাঠিয়ে এই কুরআনিক কোর্সের কার্যকারিতার উপর গুরুত্বারোপ করেছেন।  iqna
 

 

captcha