IQNA

ইরানের প্রেসিডেন্ট

ইসলামি প্রজাতন্ত্র বিভিন্ন ধর্মের মধ্যে সাংস্কৃতিক বিনিময়কে স্বাগত জানায়

20:23 - September 22, 2022
সংবাদ: 3472515
তেহরান (ইকনা): হুজ্জাতুল ইসলাম রায়িসি আমেরিকান পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞদের একটি দলের সাথে বৈঠকে বলেছেন: ইসলামি প্রজাতন্ত্র ইরান ইসলাম, খ্রিস্টান, ইহুদি এবং জরথুস্ট্রিয়ানদের মধ্যে, ইরান ও পশ্চিমের মধ্যে এবং বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক বিনিময়কে পূর্ণ স্বাগত জানায় এবং এটিকে দরকারি বলে মনে করে।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি নিউইয়র্ক সফরের তৃতীয় দিনের পরিকল্পনা অনুসরণ করে বুধবার সন্ধ্যায় আমেরিকান পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞদের একটি দলের সাথে বৈঠকে তাদের প্রশ্নের উত্তর দেন।
ইরান পরমাণু আলোচনায় রাজি কি না এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট রায়িসি বলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরান বিদ্যমান চুক্তি থেকে সড়ে যায় নি এবং এই চুক্তিতে তার সকল দায়িত্ব পালন করেছে। বরং আমেরিকা এই চুক্তি থেকে প্রত্যাহার করেছিল এবং ইউরোপীয় দেশগুলি তাদের বাধ্যবাধকতা পূরণ করেনি।
ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ২০১৫ সালে সাক্ষর হওয়ার পর ইরানের পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে আমেরিকা, ইরান নয়। সেজন্য পরমাণু সমঝোতা পুনর্বহালের উদ্যোগ আমেরিকাকে নিতে হবে এবং এক্ষেত্রে যে সমস্ত বাধা আছে সেগুলোকে দূর করার উপায় তাদেরকেই বের করতে হবে।
 
নিউইয়র্ক সফরের তৃতীয় দিনে প্রেসিডেন্ট রায়িসি আমেরিকান একদল পররাষ্ট্রনীতি গবেষকের সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের যোগ দিতে প্রেসিডেন্ট রায়িসি নিউ ইয়র্ক সফর করছেন।
 
তিনি বলেন, ২০১৫ সালের পরমাণু সমঝোতা থেকে ইরান নিজেকে প্রত্যাহার করেনি ন বরং সমঝোতার সমস্ত শর্ত ও বাধ্যবাধকতা ইরান প্রতিপালন করেছেন। উল্টোদিকে আমেরিকা এই চুক্তি লঙ্ঘন করেছে এবং ইউরোপের দেশগুলো এই যুক্তি পূর্ণাঙ্গভাবে প্রতিপালন করেনি।
 
যেহেতু আমেরিকা সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে এবং লঙ্ঘন করেছে সেখানে ইরান যৌক্তিক ও সঠিকভাবে সমঝোতা বাস্তবায়ন করেছে। এখন নতুন করে আমেরিকা তা থেকে যাতে বেরিয়ে যেতে না পারে সেজন্য নতুন চুক্তির ক্ষেত্রে নিশ্চয়তা দাবি করেছে।
 
ইরান সবসময় আলোচনার পক্ষে এবং একটি ন্যায্য ও যৌক্তিক চুক্তিতে পৌঁছাতে চায়। ইরান শুধু আলোচনার জন্য আলোচনা করতে চায় না। 4087289
 
captcha