IQNA

দেশের অগ্রগতিই শত্রুর ক্ষোভের প্রধান কারণ

0:03 - October 05, 2022
সংবাদ: 3472587
তেহরান (ইকনা): হুজ্জাতুল ইসলাম ওয়ল মুসলিমীন রায়িসি সাম্প্রতিক ঘটনা ও রাষ্ট্রদ্রোহের ক্ষেত্রে শত্রুদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন: আমাদের দেশের প্রতি শত্রুর ক্ষোভের কারণ হলো, সব ধরনের নিষেধাজ্ঞা ও হুমকি সত্ত্বেও ইরান অগ্রগতি অব্যাহত রেখেছে এবং সব বাধা ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিম নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরানের যে উন্নতি হয়েছে তাতে শত্রুরা ক্ষুব্ধ এবং ক্ষিপ্ত।
 
ইরানের জাতীয় সংসদের অধিবেশনে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্টর রায়িসি এসব কথা বলেছেন। 
 
দেশের শ্রমমন্ত্রী হিসেবে মোহাম্মদ হাদী জাহেদী ওয়াফার মনোনয়নের বিষয়ে জাতীয় সংসদকে বিস্তারিত অবহিত করেন প্রেসিডেন্ট রায়িসি।
 
তিনি বলেন, শত্রুরা যেসমস্ত নিষেধাজ্ঞা এবং বাধার সৃষ্টি করেছে সেগুলো সম্মানজনকভাবে সরিয়ে দেয়ার চেষ্টা চালাচ্ছে সরকার এবং এ ব্যাপারে সমান মনোযোগ দেয়া হয়েছে। শত্রুরা ভালো করে জানে যে, তাদের কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি দুঃখজনকভাবে ব্যর্থ হয়েছে এবং শত্রুরাও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে, নিষেধাজ্ঞা কাজ করছে না। এতে তারা ক্ষুব্ধ হয়ে উঠেছে। শত্রুরা ইরানের উন্নতি সহ্য করতে পারছে না।
 
বিদেশী মদদপুষ্ট সাম্প্রতিক বিক্ষোভের মুখে ইরানের জনগণ যে সচেততার পরিচয় দিয়েছেন তার প্রশংসা করেন প্রেসিডেন্ট রায়িসি। 4089578
captcha