IQNA

বন্ধ হল কিরকুকের সকল মসজিদ

0:03 - October 22, 2016
সংবাদ: 2601812
আন্তর্জাতিক ডেস্ক: কিরকুকের পরিস্থিতি ঘোলাটে হওয়ার কারণে ইরাকে সুন্নি এনডাউমেন্ট অফিস উক্ত প্রদেশের সকল মসজিদের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে।
বন্ধ হল কিরকুকের সকল মসজিদ
বার্তা সংস্থা ইকনা: ইরাকে সুন্নি এনডাউমেন্ট অফিস ঘোষণা করেছে: ইরাকে সুন্নি এনডাউমেন্টের প্রধান 'শেখ আব্দুল লতিফ আল হামিমে'র নির্দেশে কিরকুক প্রদেশের সকল মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। কিরকুকে নিরাপত্তার জন্য মসজিদ বন্ধ হওয়ার কারণে গতকাল জুমআ'র নামাজ অনুষ্ঠিত হয়নি।

দায়েশ তথা আইএসআইএলের বন্দুকধারী ও আত্মঘাতী হামলাকারী সন্ত্রাসীরা গতকাল (২১শে অক্টোবর) কিরকুক প্রদেশের কিছু মসজিদ, সরকারি ও নিরাপত্তা ভবনে হামলা চালিয়েছে। নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তার কারণে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অনেক সন্ত্রাসী নিহত হয়েছে।

এছাড়াও কিরকুকের ৪৫ কিলোমিটার উত্তর পশ্চিমাঞ্চলের 'আল-দাবিস' এলাকায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা বিদ্যুৎ কেন্দ্রে আত্মঘাতী হামলা চালিয়েছে। এই হামলায় ইরানের চার জন প্রকৌশলী সহ মোট ১৬ জন শহীদ হয়েছেন।

iqna


captcha