IQNA

চীনের ফ্লাইট ম্যাপে ফিলিস্তানের নাম

4:06 - November 06, 2016
সংবাদ: 2601895
আন্তর্জাতিক ডেস্ক: চীনের ‘হাইনান এয়ারলাইন্সে’র ফ্লাইট ম্যাপে ইসরাইলের পরিবর্তে ‘ফিলিস্তিনে’র নাম উল্লেখ করা হয়েছে।

MEMO এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: বেইজিং থেকে তেলআবিব গামী ফ্লাইটের যাত্রীরা হঠাৎ বুঝতে পারেন যে, বিমান রুটের ম্যাপে ইসরাইলের নাম নেই। ইসরাইলী যাত্রীরা বিমানের স্ক্রীনে প্রদর্শিত ম্যাপের ছবি তুলে চীনের ঐ বিমান কোম্পানীর নামে মামলা করেছে।

বিগত কয়েক মাসে এ নিয়ে তৃতীয়বারের মত একটি বিমান রুটের ম্যাপে দেখানো হয়েছে যে যাত্রীরা ইসরাইল নয় ফিলিস্তিন যাচ্ছেন।

আগস্ট মাসের শেষের দিকে, সার্বিয়ার একটি এয়্যার লাইন্সে করে গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার সময় কয়েকজন ইসরাইলি ‘ফিলিস্তিনে’র নাম লিপিবদ্ধ থাকায় ঐ ফ্লাইটে গমন করতে অস্বীকৃতি জানায় তারা।

হাইনান এয়্যারলাইন্স এ সমস্যা সমাধানে ‘ফ্লাইটটির গন্তব্য তেলআবিব’ বলে ঘোষণা করলেও ইসরাইলের নাম উল্লেখ করা থেকে বিরত থেকেছে।#3543501


captcha