IQNA

গ্লাসগো’র মসজিদ পরিদর্শন করলেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার

20:33 - December 05, 2016
সংবাদ: 2602094
আন্তর্জাতিক ডেস্ক: স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার ‘নিকোলা স্টারজিওন’ গ্লাসগো’র একটি মসজিদ পরিদর্শনকালে ধর্ম ও সংস্কৃতির বৈচিত্রতা এবং পারস্পারিক সমঝোতার প্রতি গুরুত্বারোপ করেন।

Scotsman ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: হিজাব পরিহিত অবস্থায় মসজিদ পরিদর্শনকার নিকোলা স্টারজিওন ঐ মসজিদের মুসল্লি ও কর্মকর্তাদের সাথে সাক্ষাতকালে বলেন, স্কটল্যান্ড এমন একটি দেশ যেখানে বৈচিত্রতাকে মূল্যায়ন করা হয়।

তিনি বলেন: স্কটিশ সরকার চায় মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে এবং ধর্ম ও সংস্কৃতির বৈচিত্রতার প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টির প্রসার ঘটাতে।

স্টারজিওন বলেন: সন্ধি ও সমঝোতা প্রসারের ক্ষেত্রে আমরা সকলেই দায়িত্ববান। উগ্রতাবাদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে হবে।

তার সংযোজন: আমার বিশ্বাস যে, বৈচিত্রতা একটি দূর্বলতা নয়, একটি শক্তি। আর এমন একটি বিষয় যাকে মূল্যায়ন করা আবশ্যক।#3551262


captcha