IQNA

বেইজিংয়ে ঈদে মীলাদুন্নবি (স.) পালন

4:57 - December 08, 2016
সংবাদ: 2602110
আন্তর্জাতিক ডেস্ক: রবিউল আওয়াল মাসের চাঁদ ওঠার পর থেকে বেইজিংয়ের বিভিন্ন মসজিদে শুরু হয়েছে ঈদে মীলাদুন্নবি (স.) পালন।

ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার জনসংযোগ বিভাগের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: রবিউল আওয়াল মাসের চাঁদ ওঠার পর থেকে বেইজিংয়ের বিভিন্ন মসজিদে ঈদে মীলাদুন্নবি (স.) পালন শুরু করেছে বেইজিংয়ের মুসলমানরা।

কুরআন তেলাওয়াত, মহানবি (স.) এর জীবনী ও নৈতিক গুণাবলীর উপর আলোকপাত করে বক্তৃতা এবং প্রদর্শনী ইত্যাদি কর্মসূচীর মধ্য দিয়ে এ দিবস পালিত হচ্ছে।

ধারাবাহিক অনুষ্ঠানের প্রথম মাহফিলটি গত ৪ ডিসেম্বর বেইজিংয়ের প্রাচীন ‘সান লি খে’ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এর অবকাশে মসজিদের উঠোন এবং প্রবেশ পথে ইসলামি ক্যালিওগ্রাফী’র প্রদর্শনীর আয়োজন করা হয়।

এছাড়া বেইজিং শহরের ইসলামি সংস্থার প্রধান এবং হাদিয়ান অঞ্চলের বিভিন্ন ধর্মীয় সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ‘শুসুন’ মসজিদের মিলনায়তনে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের কালচারাল কাউন্সেলর।#3551846


captcha