IQNA

অন্যের সাথে ভাল আচরণ সম্পর্কে ইমাম আলীর(আ.) উপদেশ!

0:06 - January 28, 2017
সংবাদ: 2602434
সদাচার হচ্ছে দানশীলতার অনুরূপ, আমরা যদি কাউকে সাহায্য করতে নাও পারি তাহলে যেন তার সাথে খারাপ আচরণ না করি এবং দূর দূর করে তাড়িয়ে না দেই। বরং তার সাথে দয়ালু ও সদাচার করতে হবে।
অন্যের সাথে ভাল আচরণ সম্পর্কে ইমাম আলীর(আ.) উপদেশ!

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: জীবনধারা সম্পর্কে আলোচনা হলেই আমাদের মাথায় নানা ধরণের প্রশ্ন চলে আসে। আচরণের ধরন, জীবন পদ্ধতি এবং অন্যদের সাথে আমরা কিরূপ আচরণ করে থাকি তার সবই। এমনকি অফিস আদালতে অনেক সময় কর্মচারীরা কাস্টমদের সাথে খারাপ আচরণ করে অথচ এটা মোটেও ঠিক নয়। কেননা তাদের দায়িত্ব হচ্ছে মানুষের সমস্যার সমাধান করা এবং তাদের সাথে সদাচার করা।

জীবন পদ্ধতির অর্থ হচ্ছে যে সকল পদ্ধতি আমাদেরকে সফলতায় পৌঁছে দেয়। প্রতিটি মানুষেরই নিজস্ব জীবন পদ্ধতি রয়েছে, তবে কথা হচ্ছে আমরা কি যে কোন ধরনের পদ্ধতিকে বেছে নিতে পারি নাকি এমন পদ্ধতি বেছে নিতে হবে যা আমাদেরকে সফলতায় পৌঁছে দেয়।

বস্তুবাদীরা হয়ত অনেক কথা বলতে পারে যা ইসলাম ধর্ম গ্রহণ করে না। কেননা তার মধ্যে কোন নৈতিকতা এবং ভদ্রতা নেই। আর এ জন্য ইসলাম ধর্ম এমন জীবন পদ্ধতির কথা বলে যা মানুষকে দুনিয়া ও আখিরাতে সফল করে তোলে।

ইমাম হুসাইন(আ.) বলেছেন: « اعلموا ان حوائج الناس من نعم الله علیکم فلا تملوا النعم فتتحول الی غیرکم؛ কোন মানুষকে সাহায্য করতে পারা আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত সুতরাং মানুষকে সাহায্য করার ক্ষেত্রে কখনোই যেন ক্লান্ত হয়ো না। আর যদি এমন কর তাহলে আল্লাহ তোমার থেকে এই তৌফিক তুলে নিবেন এবং তা অন্যকে দান করবেন।

আমিরুল মুমিনিন হযরত আলী(আ.) বলেছেন: «و اشعر قَلبکَ الرّحمةَ للرّعیّة، و المحبة لَهم، و اللُطف بهم، ولا تَکوننَّ عَلیهم سَبُعاً ضاریاً تَغتنمُ اَکلهُم، فانّهم صِنفانِ: اِمّا اخٌ لکَ فی الدّینِ، او نَظیرٌ لک فی الخَلقِ، یَفرطُ مِنهمُ الزّلل، و تَعرِضُ لهُمُ العِللُ، و یوتی علی ایدیهم فی العَمدِ و الخَطا، فَاعطهِم مِن عَفوکَ و صَفحِکَ مِثلَ الّذی تُحبُّ و تَرضی اَن یُعطیکَ اللهُ مِن عَفوهِ و صَفحهِ؛

হে মালিক আশতার মানুষের সাথে ভার আচরণ করবে কেননা তারা হয় তোমার দ্বীন ভাই অথবা তোমার মতই একজন মানুষ। -শাবিস্তান

captcha