IQNA

ইমাম খোমেনীর (রহ.) মাযারে উপস্থিত হলেন সর্বোচ্চ নেতা

8:35 - February 02, 2017
সংবাদ: 2602466
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামী বিপ্লবের ৩৯ম বিজয় বার্ষিকীর সূচনালগ্নে প্রতিবছরের ন্যায় বুধবার বিপ্লবের মহামান্য রাহবার ও ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খোমেনী (রহ.) এবং শহীদদের মাজার জিয়ারত করেছেন।
ইমাম খোমেনীর (রহ.) মাযারে উপস্থিত হলেন সর্বোচ্চ নেতা

বার্তা সংস্থা ইকনা: ১৯৭৮ সনের ১লা ফেব্রুয়ারি ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি দীর্ঘ বার বছর নির্বাসনে জীবন কাটানোর পর স্বদেশ প্রত্যাবর্তন করেন। তিনি দেশের আসার দশম দিনের মাথায় ইরানের তাগুত সরকারের পতন ঘটে এবং ইসলামী বিপ্লবের চূড়ান্ত বিজয় ঘটে। এ কারণে প্রতি বছর ১লা ফেব্রুয়ারি থেকে ১১ই ফেব্রুয়ারি ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের দশ প্রভাতি হিসেবে পালিত হয়। এ উপলক্ষে আজ বুধবার ১লা ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী তেহরানস্থ শহীদদের মাজার বেহেশতে যাহরাতে উপস্থিত হয়েছেন। তিনি এ সময় ইমাম খোমেনীর (রহ.) মাজারে কিছু সময় অবস্থান করেন।

তিনি সেখানে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার শান্তি কামনা করে সূরা ফাতেহা পাঠ করেন।

আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী কর্তৃক শহীদদের মাজার জিয়ারতের মধ্য দিয়ে ইরানের ইসলামী বিপ্লবের ৩৯তম বিজয় বার্ষিকীর অনুষ্ঠানমালা মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

iqna


captcha