IQNA

পরিবেশ রক্ষায় উদ্ভিদ ও বনাঞ্চল সংরক্ষণের কোন বিকল্প নেই: সর্বোচ্চ নেতা

22:18 - March 08, 2017
সংবাদ: 2602675
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন, পরিবেশ রক্ষায় উদ্ভিদ ও বনাঞ্চল সংরক্ষণের কোন বিকল্প নেই।
পরিবেশ রক্ষায় উদ্ভিদ ও বনাঞ্চল সংরক্ষণের কোন বিকল্প নেই: সর্বোচ্চ নেতা
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় পরিবেশ ও বৃক্ষরোপণ সপ্তাহ উপলক্ষে আজ বুধবার রাজধানী তেহরানে একটি ফলের বৃক্ষরোপণ করে এ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী। তিনি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ঘোষণার পর পরিবেশ রক্ষায় বৃক্ষ ও বনাঞ্চলের প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন: বর্তমান বিশ্বে বৃক্ষ ও বনাঞ্চলের উপর অযথাচিত অবিচার চলছে। মানুষ নিজেদের ব্যক্তিস্বার্থ কিংবা কোন গোষ্ঠিগত সুবিধা হাসিলের নিমিত্তে নির্বিচারে বৃক্ষ ধ্বংস করছে; আর এমন অবস্থা বহাল থাকলে অদূর ভবিষ্যতে মানব জাতি চরম ক্ষতির শিকার হবে। পরিবেশগত ভারসাম্য এবং বায়ুদূষণ রোধে বৃক্ষের কোন বিকল্প নেই।
তিনি বৃক্ষ ও বনাঞ্চলকে মহান আল্লাহর অন্যতম গুরুত্বপূর্ণ নেয়ামত হিসেবে অভিহিত করে বলেন: আল্লাহ তায়ালা আমাদের জীবনধারণ ও সুস্থভাবে বেচে থাকার জন্য নানাবিধ নেয়ামত দান করেছেন। এ নেয়ামতসমূহ আমাদেরকে বহুমুখী উপকার সাধন করছে; কিন্তু আমরা তা সহজে অনুধাবন করতে পারি না। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বৃক্ষ। তাই বৃক্ষ ও বনাঞ্চল সংরক্ষণ করা আমাদের প্রত্যেকের নৈতিক ও ঈমানি দায়িত্ব।
তিনি আরও বলেন, ইরানের উত্তরাঞ্চলের বন-জঙ্গলগুলো হচ্ছে বিশ্বের মধ্যে নজিরবিহীন। কিন্তু কোনো কোনো স্বার্থান্বেষী মহল জাতীয় স্বার্থকে ভূলুণ্ঠিত করে দেশের বনজ সম্পদ ধ্বংস করছে। তাদের হাত থেকে বনাঞ্চলকে রক্ষা করতে হবে।
উল্লেখ্য, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি আজ (বুধবার) ফলজ বৃক্ষের দু'টি চারা রোপণ করেছেন। প্রাকৃতিক সম্পদ সপ্তাহ উপলক্ষে তিনি আজ সকালে চারা দু'টি রোপণ করেন।
iqna



captcha