IQNA

শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলার সাথে হজ্বের ব্যবস্থপনা করা উচিত: রাহবার

21:14 - July 30, 2017
সংবাদ: 2603534
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র হজ্ব মুসলিম জাহানের সর্ববৃহ ধর্মীয় অনুষ্ঠান। যেখানে পবিত্র মক্কা ও মদীনাকে ঘিরে মুসলিম উম্মাহর লাখ লাখ হাজির সমাগম ঘটে। শুধু তাই নয় হজ্ব মুসলিম জাহানের ঐক্য, সংহতি এবং গৌরবের প্রতীক।
শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলার সাথে হজ্বের ব্যবস্থপনা করা উচিত: রাহবার
বার্তা সংস্থা ইকনা: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামি বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন, পবিত্র হজ্ব মুসলিম জাহানের সর্ববৃহ ধর্মীয় অনুষ্ঠান; হজ্বের আনুষ্ঠানিকতা মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি এবং গৌরবের প্রতীক। তাই শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলার সাথে হজ্বের ব্যবস্থপনা করা উচিত। রাজধানী তেহরানে ইরানের হজ সংস্থার কর্মকর্তাদের দেয়া সাক্ষাৎ অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা আজ (রোববার) বলেন, "ইহুদিবাদীরা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এবং তারা আল-আকসার অধিকারীদেরকে সেখানে প্রবেশে রুঢ় ব্যবহারের মাধ্যমে বাধা দিচ্ছে।”

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, পবিত্র হজের সময় মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের নিয়ন্ত্রণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। তিনি পরামর্শ দিয়ে বলেন, মুসলমানরা এ ইস্যুতে এবারের হজের সময় ঐক্যবদ্ধ অবস্থান নিতে পারেন।

সর্বোচ্চ নেতা প্রশ্ন রাখেন, আল-আকসা ইস্যু নিয়ে কথা বলার জন্য মুসলিম উম্মাহ হজের চেয়ে ভালো আর কোন জায়গা পাবে? মধ্যপ্রাচ্যে আমেরিকার অনিষ্টকারী উপস্থিতর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এর চেয়ে ভালো স্থান আর কোথায় আছে?” তিনি বলেন, হজই হচ্ছে সবচেয়ে ভালো স্থান।

হজ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ী আরও বলেন, হজযাত্রীদেরকে ঐক্যের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে এবং কারো এমন কিছু করা উচিত হবে না যাতে অনৈক্য বা গোলযোগ সৃষ্টি হয়।
iqna

captcha