IQNA

১৬ হজ ফ্লাইট বাতিল; জটিলতা নিরসনে ব্যবস্থা নেয়ার দাবি ধর্মমন্ত্রীর

20:00 - August 03, 2017
সংবাদ: 2603562
আন্তর্জাতিক ডেস্ক: যাত্রী না থাকায় হজযাত্রার এগারতম দিনে আবারও ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার) সকালে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি বাতিল করে কর্তৃপক্ষ। এর আগে, বিমানের ১২টি ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের ৩টি ফ্লাইট বাতিল হয়।

বার্তা সংস্থা ইকনা: বৃহস্পতিবার সকাল আটটা পঞ্চান্ন মিনিটের বাতিল হওয়া ফ্লাইটে ৪১৯ জন যাত্রীর যাওয়ার কথা ছিলো। এ ফ্লাইটটি ছাড়াও ঢাকা থেকে আজ মোট ৩টি ফ্লাইট ও চট্টগ্রাম থেকে ১টি ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

মুয়াল্লেম ফি বৃদ্ধি, ই ভিসা প্রিন্ট না হওয়া, ২০১৫ ও ২০১৬ সালে হজ করার পর এবার হজ করতে চাইলে অতিরিক্ত দুই হাজার রিয়াল ফি নির্ধারণের জটিলতা সৃষ্টি হয় জটিলতা। এতে সময় মতো ভিসা না পাওয়ায় আটকে যান ১৭ হাজারের বেশি হজযাত্রী। হজ ব্যবস্থাপনায় এমন পরিস্থিতি নিয়ে ক্ষোভ জানিয়েছেন তারা।

এদিকে, হজ ব্যবস্থাপনায় বিশৃংখলার জন্য হজ এজেন্সিগুলোকে দায়ী করেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ঘোষণাও দেন তিনি।

আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী আরও বলেন, হজযাত্রীদের নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা আমরা উদঘাটন করতে পেরেছি। দ্রুতই এ সংকটের সমাধান হবে। সৌদি দূতাবাসের সঙ্গে কথা হয়েছে। যে হজযাত্রীরা ভিসা পাননি, তারা এখন ভিসা পাচ্ছেন। আগামী কয়েক দিনের মধ্যেই সবার ভিসা হয়ে যাবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রত্যেক হজযাত্রী হজ করতে যেতে পারবেন।

বিশৃঙ্খলা বিষয়ে ধর্মমন্ত্রী বলেন, বার বার তাগাদা দেয়ার পরও হজ এজেন্সিগুলো সময়মতো পদক্ষেপ নেয়নি। হজযাত্রীদের নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তার জন্য হজ এজেন্সিগুলোই দায়ী।

তিনি আরও জানান, বুধবার পর্যন্ত ৯৭ হাজার ১৪০ জনের ভিসা প্রসেসিং শেষ হয়েছে এবং ৫২ হাজার ৬শ জন ভিসা পেয়েছেন। এরমধ্যে ৩২ হাজার ৫০৪ জন সৌদি আরবে পৌছেছেন। এ বছর বাংলাদেশ থেকে সব মিলিয়ে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার কথা রয়েছে। পার্সটুডে
ট্যাগ্সসমূহ: ইকনা ، হজ ، ধর্ম ، বাংলাদে ، বিমান
captcha