IQNA

এডমন্টন মসজিদের পক্ষ থেকে গৃহহীনদের মাঝে শীতবস্ত্র বিতরণ

10:53 - January 29, 2018
সংবাদ: 2604918
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার আলবার্টা প্রদেশের এডমন্টন শহরের মসজিদের অন্তর্গত কানাডিয়ান রিলিফ সোসাইটি পক্ষ থেকে ৩০০ জন গৃহহীনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 এডমন্টন মসজিদের পক্ষ থেকে গৃহহীনদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বার্তা সংস্থা ইকনা: এডমন্টন শহরের মসজিদ কমিটির ২০ জন স্বেচ্ছাসেবী সদস্য উক্ত শহরের দুটি রোডের ৩০০ জন গৃহহীনদের মধ্যে শীতবস্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যসমূহ বিতরণ করেছেন।

মসজিদ কমিটির সদস্য মুহাম্মাদ রিহাল বলেন: আমি বিশ্বাস করি, সকল মানুষ জন্য মর্যাদা এবং সম্মান রয়েছে। এই বিশ্বাসের কারণে, আমরা আমাদের সময়কে এই ক্যাম্পেইনের পিছনে ব্যয় করেছি।

কানাডিয়ান রিলিফ সোসাইটি সেদেশের সবচেয়ে বড় ধর্মীয় সোসাইটি।  এই জাতীয় ক্যাম্পেইন সেদেশের গৃহহীন মানুষদের সাহায্যার্থে চালু করা হয়েছে। 

উল্লেখ্য, বর্তমানে কানাডার কোন কোন এলাকার তাপমাত্রা -৩৫ পৌঁছেছে। কানাডিয়ান রিলিফ সোসাইটি উদ্যোগে সেদেশের ক্যালগারি, এডমন্টন, টরন্টো, মন্ট্রিল এবং ক্যুবেক শহরের সোসাইটিসমূহ অতি শীঘ্রই গৃহহীনদের জন্য এধরণের ত্রাণ প্যাকেজ বিতরণ শুরু করবে।

iqna

 

 

 

ট্যাগ্সসমূহ: টরন্টো ، দে ، মসজ ، ইকনা ، মানুষ ، শীত
captcha