IQNA

রোহিঙ্গাদের পর্যবেক্ষণে জাতিসংঘের আগ্রহ ও মিয়ানমারের বিরোধিতা

0:51 - February 03, 2018
সংবাদ: 2604957
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি জাতিসংঘের একটি টিম রোহিঙ্গা মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণ করতে চাইলে মিয়ানমার বিরোধিতা করেছে।

 রোহিঙ্গাদের পর্যবেক্ষণে জাতিসংঘের আগ্রহ ও মিয়ানমারের বিরোধিতা

বার্তা সংস্থা ইকনা: রোহিঙ্গা মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণের জন্য এখন উপযুক্ত সময় নয় বলে অজুহাত দেখিয়ে জাতিসংঘের টিমকে পর্যবেক্ষণের জন্য অনুমতি দেয়নি মিয়ানমার সরকার।

জাতিসংঘের কুয়েতি রাষ্ট্রদূত মনসুর অটিবি এ ব্যাপারে বলেন: এই মাসে জাতিসংঘের একটি টিম রোহিঙ্গা মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণের জন্য মিয়ানমারে যাওয়ার কথা ছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে।

এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস এক প্রতিবেদনে উল্লেখ করেছে, মিয়ানমারে সম্প্রতি ৫টি গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে। যেখানে রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলমানদের মৃতদেহ দাফন করা হয়েছে।

গণকবরে দাফনকৃত মৃতদেহের অধিকাংশের শরীর পোড়া দাগ পরিলক্ষিত হয়েছে। ধারণা করা হচ্ছে তাদের শরীরে এসিড ঢালা হয়েছে অথবা যুদ্ধের বুলেটের কারণে তাদের শরীরের এমন পরিস্থিতি হয়েছে।

উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে চরমপন্থি বৌদ্ধ এবং মিয়ানমারের সেনাবাহিনীর পাশবিক হামলার ফলে সহস্রাধিক রোহিঙ্গা মুসলমান নিহত এবং প্রায় ৬ লাখ ৯০ হাজার মুসলমান প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

iqna

 

captcha