IQNA

ইমাম মাহদীর হুকুমতের পরিধি

15:47 - April 29, 2018
সংবাদ: 2605633
বহু হাদিসে বর্ণিত হয়েছে, ইমাম মাহদী (আ.) আবির্ভাবের পর ঐতিহাসিক কুফা শহরে তার হুকুমতের রাজধানী গড়ে তুলবেন।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদী (আ.) যখন আল্লাহর নির্দেশে আবির্ভূত হবেন এবং তার নেতৃত্বে সরকার গঠিত হবে উক্ত সরকারের কেন্দ্র হবে কোথায়? ৬ষ্ঠ ইমাম জাফর সাদিকের (আ.) একটি হাদীসে এ প্রশ্নের উত্তর পাওয়া যায়।

ইমামতি ধারার ৬ষ্ঠ ইমাম তথা ইমাম জাফর সাদীক (আ.) থেকে বর্ণিত একটি হাদীসে শেষ জামানায় ইমাম মাহদীর (আ.) কর্তৃক গঠিত ন্যায়পরায়ণতার যে সরকার প্রতিষ্ঠিত হবে- উক্ত সরকারের কেন্দ্র কোথায় হবে সে সম্পর্কে ইশারা দেয়া হয়েছে। যেহেতু এ সরকার সারা বিশ্বের শাসন করবে এবং এ সরকার পৃথিবী থেকে অন্যায় ও জুলুম নির্মূল করবে, তাই এ সরকার সম্পর্কে জানার আগ্রহ মানুষের মধ্যে কোন কমতি নেই।

ইমাম জাফর সাদীক (আ.) বলেন: دارُمُلكِهِ الكوفةُ و مَجلِسُ حُكمِهِ جامِعُها وَ بيتُ سَكَنِهِ و بَيتُ مالِهِ مسجدُ السَّهلةِ.

ইমাম মাহদীর (আ.) হুকুমতের কেন্দ্রস্থল হবে ইরাকের কুফা নগরী এবং উক্ত হুকুমতের বিচার কেন্দ্র হবে কুফার প্রধান মসজিদ। আর মসজিদে শাহলাতে থাকবে বায়তুল মালের ভাণ্ডার এবং সেখানেই ইমাম মাহদী (আ.) বসবাস করবেন।

সূত্র: বিহারুল আনওয়ার, খণ্ড- ৫৩ এবং পৃ. ১১

ইমাম জাফর সাদিক (আ.)বলেছেন: ইমাম মাহদী (আ.)-এর হুকুমতের রাজধানী হচ্ছে কুফা শহর এবং বিচার কার্যস্থান হচ্ছে কুফার মসজিদ (বিহারুল আনওয়ার খণ্ড- ৫৩, পৃ.-১১)৷

বলাবাহুল্য যে, কুফা শহর বহু দিন আগে থেকেই রাসূল (সা.)-এর বংশের নিকট অতি গুরুত্বপূর্ণ ছিল৷ আলী (আ.) সেখানে হুকুতম করতেন, কুফার মসজিদ ইসলামের চারটি নামকরা মসজিদের একটি সেখানে হযরত আলী (আ.) নামাজ পড়াতেন, খোতবা দিতেন, বিচার করতেন এবং শেষ পর্যন্ত তিনি ঐ মসজিদের মেহরাবে শাহাদত বরণ করেন৷

ইমাম বাকের (আ.)বলেছেন: القائم منا يبلغ سلطانه المشرق و المغرب و يظهر الله عزوجل به دينه علی الدين کله ولوکره المشرکون

কায়েম হচেছ রাসূল (সা.)-এর বংশ থেকে এবং তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের অধিপতি হবেন, আল্লাহ তাকে অপর সমস্ত দ্বীনের উপর জয়যুক্ত করবেন, মুশরিকরা অপ্রীতিকর মনে করলেও (কামালুদ্দিন খণ্ড- ১, বাব ২৩, হাঃ ১৬, পৃ.-৬০৩)

captcha