IQNA

দোয়া ইফতিতায় ইমাম মাহদী সম্পর্কে একটি প্রশ্নের জাবাব দেয়া হয়েছে

23:53 - May 30, 2018
সংবাদ: 2605875
দোয়া ইফতিতার প্রতি সামান্য গুরুত্ব দিলে বোঝা যায় যে, এই দোয়াটি শুধুমাত্র একটি দোয়াই নয় বরং এতে অনেক শিক্ষাও দেয়া হচ্ছে যা কোন ইতিহাস বা ধর্মগ্রন্থে নেই। বরং এটাতে আলে মুহাম্মাদের গোপন ভেদ বর্ণনা করা হয়েছে।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এই দোয়াটি প্রথমে আল্লাহর প্রশংসার মাধ্যমে শুরু হয়েছে। এরপর মহানবী ও তার আহলে বাইতের প্রতি দরুদ পাঠ করা হয়েছে। দরুদের পর ইমাম মাহদীর প্রতি ইঙ্গিত করা হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে যে তিনি ইমাম হাসান আসকারীর সন্তান অর্থাৎ তার জন্ম হয়েছে।

দোয়ার একাংশে বলা হয়েছে: «وَالْخَلَفِ الْهَادِي الْمَهْدِيِّ حُجَجِكَ عَلَى عِبَادِكَ وَ أُمَنَائِكَ فِي بِلادِكَ صَلاةً كَثِيرَةً دَائِمَةً» ইমাম মাহদী(আ.) হচ্ছেন ইমাম আসকারীর সন্তান তিনি সকল বান্দাদের জন্য দলিল, তিনি দেশের জন্য নিরাপত্তা এবং তার উপর সর্বদা অধিক শান্তি বর্ষিত হোক।

খালাফ মানে হচ্ছে সন্তান সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে তিনি হলেন ইমাম হাসান আসকারীর সন্তান। আর এভাবেই প্রমাণিত হয় যে তিনি জন্মগ্রহণ করেছেন এবং উপযুক্ত সময়ে আল্লাহ তাকে আমাদের মাঝে প্রকাশ করবেন। তাই যারা বলে যে ইমাম মাহদীর জন্ম হয় নি তারা ভুল করছে এবং তাদের দাবি মোটেও যুক্তি সংগত নয়।

ইমাম মাহদী(আ.) হচ্ছে আল্লাহর গচ্ছিত সম্পদ, তার ওছিলায় দুনিয়া টিকে আছে এবং তার কাছেই প্রতি শবে কদরে আমাদের আমল যায় এবং ফেরেশতাগণ তার কাছেই সালাম ও শান্তি নিয়ে অবতীর্ণ হয় সকাল পর্যন্ত।

captcha