IQNA

আমিরুল মু'মিনিন আলী'র (আ.) দৃষ্টিতে মাহে রমজান

3:24 - June 07, 2018
সংবাদ: 2605927
'হে মুমিনগণ! মাহে রমজান; বছরের অন্যান্য মাসের ন্যায় নয়; বরং এ মাসটি অন্যান্য মাসের তুলনায় অধিক ফজিলতের অধিকারী। এ মাসের দিনগুলো ও রাতগুলো এবং সময়সমূহ বিশেষ ফজিলতে পরিপূর্ণ। এ মাসে শয়তান ছিকলে আবদ্ধ থাকে।' এ কথাগুলো আমিরুল মু'মিনিন আলীর (আ.) বাণীর অংশবিশেষ।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমামতিধারার ৬ষ্ঠ ইমাম, হযরত ইমাম জাফর সাদীক (আ.) বর্ণনা করেছেন যে, পবিত্র রমজানের প্রথম দিন আমাদের পিতামহ আমিরুল মু'মিনিন আলী (আ.) মসজিদে কুফাতে এ মাসের ফজিলত ও গুরুত্বের প্রতি ইশারা করে এক হাদীসে বর্ণনা করেছেন-

فحمد الله الحمد و اشرفها و ابلغها و اثنی علیه باحسن الثناء و صلی علی محمد نبیه (صلی الله علیه وآله وسلم) ثم قال: ایهاالناس! ان هذا الشهر شهر فضله الله علی سائر الشهور کفضلنا اهل البیت علی سائر الناس و هو شهر یفتح فیه ابواب السماء و ابواب الرحمة و یغلق فیه ابواب النیران. و هو شهر یسمع فیه النداء و یستجاب فیه الدعا و یرحم فیه البکاء

' সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামীনের জন্য নির্ধারিত এবং তার রাসূলের (সা.) প্রতি দরুদ ও সালাম। হে মুমিনগণ! মাহে রমজান; বছরের অন্যান্য মাসের ন্যায় নয়; বরং এ মাসটি অন্যান্য মাসের তুলনায় অধিক ফজিলতের অধিকারী। এ মাসের দিনগুলো ও রাতগুলো এবং সময়সমূহ বিশেষ ফজিলতে পরিপূর্ণ। এ মাসে শয়তান ছিকলে আবদ্ধ থাকে। এ মাসে আল্লাহ রিজিক ও আয়ু বৃদ্ধি করেন। এ মাসের রোজাদারকে আল্লাহ তার মেহমান হিসেবে গ্রহণ করেন। এ মাস মু'মিনগণ আল্লাহর রহমত, বরকত ও মাগফেরাতের অধিকারী হওয়ার সুযোগ লাভ করে। এ মাসের রোজা পালনকারীরা আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করে থাকে। শাবিস্তান

captcha