IQNA

ভারতে মুসলিম মুক্তিযোদ্ধাদের চিত্র প্রদর্শনী

20:38 - July 02, 2018
সংবাদ: 2606118
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ইতিহাস গ্রন্থসমূহে যেসকল মুসলিম মুক্তিযোদ্ধাদের জীবনী এবং বীরত্বের কথা উল্লেখ করা হয়েছে জনসাধারণের নিকট তাদের জীবনী তুলে ধরার জন্য সেদেশের হায়দ্রাবাদে দুই দিন ব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

ভারতে মুসলিম মুক্তিযোদ্ধাদের চিত্র প্রদর্শনী

বার্তা সংস্থা ইকনা: ৩০শে জুন ও ১ম জুলাই হায়দ্রাবাদে ১৫৫ জন মুসলিম বীরের ছবি প্রদর্শন করা হয়েছে। এসকল বীরযোদ্ধাদের মধ্যে অনেকেই ভারতীয় যুবকরা চেনেন না।

এই প্রদর্শনি হায়দ্রবাদের লাকদিপুরে অনুষ্ঠিত হয়েছে। প্রর্দশনিতে অনেক অপরিচিত মুসলিম বীরের ছবি প্রর্দশিত হয়েছে।

ভারতের বিশিষ্ট সাংবাদিক ও ইতিহাসবিদ সাইয়্যেদ নাসির আহমাদ এসকল মুসলিম মুক্তিযোদ্ধাদের রেকর্ড সংগ্রহ করেছেন। বীরযোদ্ধাদের ছবি শিল্পীদের দ্বারা অঙ্কন করা হয়েছে। তিনি এসকল ছবি এবং যোদ্ধাদের জীবনী নিয়ে একটি বই প্রকাশ করেছে।

দর্শনার্থীরা এই প্রদর্শনীতে টিপু সুলতান, হায়দার আলী, সিরাজ-উদ-দৌলা, গোলাম রাসুল খান, নবাব কৌনলাল, মোবারেজ-আদ-দৌলা এবং আকবার আলী খান সহ অন্যান্য মুসলিম বীর যোদ্ধাদের ছবি ও তাদের জীবনী সম্পর্কে অবগত হবেন।

iqna

 

captcha