IQNA

মিশরে এক মাসে ৪৪টি মসজিদ উদ্বোধন হতে যাচ্ছে

17:57 - February 04, 2019
সংবাদ: 2607865
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের আওকাফ মন্ত্রণালয় ঘোষণা করেছে, চলতি ফেব্রুয়ারি মাসে ৪৪টি মসজিদ উদ্বোধন করা হবে।

বার্তা সংস্থা ইকনা: মিসরের প্রকৌশল বিষয়ক কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান মাজদী আবু ঈদ বলেন: মিশরের আওকাফ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং আমাদের প্রকৌশলী অফিসের সহযোগিতায় এসকল মসজিদ নির্মাণ করা হয়েছে। এসকল মসজিদ চলতি ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হতে যাচ্ছে।

তিনি বলেন: এসকল মসজিদ পুনর্নির্মাণের জন্য সকল অর্থ মিশরের আওকাফ মন্ত্রণালয় বহন করেছে। ৪৪টি মসজিদের মধ্যে মিশরের আল-বাহিরাহে ২টি মসজিদ, আল-মেনোফিয়ায় ২টি মসজিদ,  আলমানিয়ায় ২টি মসজিদ,  আল-জিযায় ২টি মসজিদ, কেনা ও বনী-সেভিভায় ৪টি মসজিদ, সুহাজায় ১৪টি মসজিদ, আল-ইসমালিয়ায় ২টি মসজিদ,  আল-কালিবুয়ায় ১টি মসজিদ, আল শারকিয়ায় ৩টি মসজিদ, আল-দাখিলিয়ায় ২টি মসজিদ, সুয়েজ ২টি মসজিদ এবং মুর্শি মাতরুহএ ৪ টি মসজিদ উদ্বোধন করা হবে। iqna

 

 

captcha