IQNA

কন্যার দেনমোহর পাঁচ পারা কুরআন হেফজ

20:02 - December 20, 2019
সংবাদ: 2609869
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের “আল মিনিয়া” প্রদেশের একটি গ্রামের নারী তার দেনমোহর হিসেবে “পবিত্র কুরআনের পাঁচ পারা হেফজ এবং হযরত মুহাম্মাদ (সা.)এর উপর একলক্ষ সালাওয়াত লেখা” ধার্য করেছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সম্প্রতি মিশরে বিবাহের ব্যয় কমাতে “পাত্রীর দেনমোহর; নবী (সা.)এর উপর সালাওয়াত (দরুদ) এবং পবিত্র কুরআন হেফজ করা” শিরোনামে ক্যাম্পেইন চালু করা হয়েছে।‘

এই ক্যাম্পেইনে অনুপ্রেরিত হয়ে মিশরের “আল মিনিয়া” প্রদেশের একটি গ্রামের শিক্ষার্থী নিজের দেনমোহর “পবিত্র কুরআনের পাঁচ পারা হেফজ এবং হযরত মুহাম্মাদ (সা.)এর উপর একলক্ষ সালাওয়াত লেখা” ধার্য করেছেন। এই শিক্ষার্থী নিজেও একজন হাফেজ এবং কুরআনের শিক্ষিকা হিসেবে সক্রিয় রয়েছেন। তাকে বিয়ে করার জন্য তার অভিভাবকের নিকটে এক যুবক প্রস্তাব পাঠালে তিনি শর্ত হিসেবে এই দেনমোহর ধার্য করেছেন।

এই মেয়ের পিতা এ ব্যাপারে বলেন: আমার মেয়ের বিয়েতে আমার কাছে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল তাকে বিয়ে দেওয়ার জন্য একজন ধার্মিক যুবককে বেছে নেওয়া। আজকে আমার মেয়ের বিয়ের প্রস্তাবের অনুষ্ঠানে যা ঘটনা ঘটেছে, ২০ বছর পূর্বে এই একই ঘটনা আমার বিয়ের প্রস্তাবেও ঘটেছিলো। কারণ, আমার স্ত্রীর পিতার কোন বস্তুগত বাসনা ছিলো না এবং খুব সহজভাবে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

এই কন্যার জন্য “ইসলাম আবদ আল-নবী” প্রস্তাব পাঠিয়েছেন। তিনি বলেন: বিয়ের অনুষ্ঠান তখনই সম্পন্ন হবে, যখন আমি পাঁচ পারা কুরআন হেফজ করতে পরবো এবং স্বহস্তে হযরত মুহাম্মাদ (সা.)এর উপর একলক্ষ সালাওয়াত লিখতে পারবো।  iqna

captcha