IQNA

ইসলামফোবিয়ার আতঙ্কে টরন্টোর মসজিদ বন্ধ

20:18 - October 14, 2020
সংবাদ: 2611639
তেহরান (ইকনা): ইসলামবিরোধী চরমপন্থিদের হুমকিপূর্ণ বার্তা পাওয়ার পরে টরন্টোর একটি মসজিদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

ইসলামবিদ্বেষীরা কানাডার টরন্টো সিটির একটি মসজিদে অবমাননাকর ও হুমকিমূলক ইমেইল পাঠিয়েছে। ইমেইল পাওয়ার পর এই মসজিদের সকল কার্যক্রম ১২ অক্টোবর রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

এর প্রতিক্রিয়ায় কানাডিয়ান মুসলিম জাতীয় কাউন্সিল সেদেশের সরকারকে চরমপন্থি ও ইসলামবিরোধী গোষ্ঠীগুলির বিরুদ্ধে জরুরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছে।

মুসলিম জাতীয় কাউন্সিলের প্রধান মুস্তাফা ফারুক বলেন: এই হুমকির পরে, ফেডারেল সরকারের নিকট কানাডার শ্বেত আধিপত্যবাদী এবং নব্য-নাৎসি গ্রুপগুলি নির্মূল করার জন্য একটি জাতীয় কর্মপরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে।

এক সাক্ষাৎকারে ফারুক বলেন: "ইসলামবিদ্বেষীদের পক্ষ থেকে অত্যন্ত ভয়ঙ্কর বার্তা প্রেরণ করা হয়েছে। আমরা এই হুমকিগুলি গুরুত্ব সহকারে নিই এবং সে কারণেই মসজিদটি বন্ধ করে দিয়েছি।"

তিনি বলেন: এই জাতীয় দলগুলি ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করছে। এই আউন্সিলের পক্ষ থেকে কানাডার সুরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ারকে একটি চিঠি প্রেরণ করা হয়েছে। সাবধানতা অবলম্বনের জন্য এই কাউন্সিল উক্ত মসজিদের নাম উল্লেখ করেনি।

ইতিমধ্যে টরন্টোর পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করছে। iqna

 

captcha