IQNA

২০২১ সালে কিরগিজস্তানে সবচেয়ে জনপ্রিয় নাম “মুহাম্মদ”

20:13 - December 19, 2021
সংবাদ: 3471159
তেহরান (ইকনা): সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গিয়েছে যে, ২০২১ সালে কিরগিজস্তানে শিশুদের কাছে “মুহাম্মদ” নামটি সবচেয়ে জনপ্রিয় হয়েছে।

২০২১ সালে কিরগিজস্তানের ছেলে শিশুদের কাছে “মুহাম্মাদ” নাম এবং মেয়ে শিশুদের কাছে "সালেহা" নামটি সবচেয়ে জনপ্রিয় হয়েছে। তবে গত ৫ থেকে ৬ বছরে ওমর এবং রাইয়্যানা নাম সবচেয়ে জনপ্রিয় ছিল।
 
কিরগিজস্তানের ইরানি কালচারাল কাউন্সিল জানিয়েছেন, ছেলে শিশুদের মধ্যে যথাক্রমে ওমর, আলী, আমির, বিলাল, আলীখান, আলীনূর, নূর ইসলাম, আমির ও ওসমান এবং 
 
এবং মেয়ে শিশুদের মধ্যে রাইয়্যোনা, আমিনা, ফাতিমা, আয়াইন, আলিয়া, সাফিয়া, ওরুজাত, খাদিজা এবং আল-ফিয়া নাম সমূহ জনপ্রীয়তার শীর্ষে রয়েছে।
 
কিরগিজস্তানের আনুষ্ঠানিক নাম কিরগিজস্তান প্রজাতন্ত্র, মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ। দেশটির অধিকাংশ জনসংখ্যাই মুসলিম।  iqna
 

 

captcha