IQNA

পারস্য উপসাগরে শত্রুদের হামলা তাদের ধ্বংসের কারণ হবে

20:19 - December 21, 2021
সংবাদ: 3471170
তেহরান (ইকনা): অ্যাডমিরাল তাংসিরি বলেছেন, পারস্য উপসাগরে শত্রুরা যদি হামলা চালায় তাহলে সেটা তাদের ধ্বংসের কারণ হবে।
 
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, সর্বশেষ সামরিক মহড়া থেকে শত্রুদেরকে এই বার্তা দেয়া হয়েছে যে, তারা পারস্য উপসাগরের দক্ষিণে অবস্থিত দ্বীপের কাছে আসার আগেই ইরান তাদের নিশ্চিহ্ন করে দেবে।
 
মহানবী (স)-১৭ নামের বিশাল সামরিক মহড়ার অবকাশে মঙ্গলবার তিনি এসব কথা বলেন। এ মহড়ায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ সেনারা পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় দ্বীপের প্রতিরক্ষা নিশ্চিত করার অনুশীলন চালিয়েছে। পার্সটুডে
 
অ্যাডমিরাল তাংসিরি বলেন, “আমরা এ মহড়ায় এ শক্তি দেখিয়েছি যে, শত্রুরা এমনকি দক্ষিণাঞ্চলীয় দ্বীপের দিকে যাত্রা করার আগেই নিশ্চিহ্ন হয়ে যাবে। এরপরেও যদি শত্রুর একটি অংশ নিরাপত্তা রেখা ভেদ করে ঢুকে পড়ে তবে তাদের জন্য আমাদের আলাদা পরিকল্পনা আছে এবং তাদেরকে বাধাদানকারী অস্ত্র ব্যবহার করব।”
 
অ্যাডমিরাল তাংসিরি বলেন, মহড়ায় অংশ নেয়া সেনারা সফলতার সঙ্গে দেশে তৈরি বিশেষায়িত অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করেছেন। এসব অস্ত্র ও গোলাবারুদকে তিনি দেশের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন।
 
আলী রেজা তাংসিরি বলেন, “মহড়া শত্রুকে কঠোর বার্তা দেয়ার পাশাপাশি বন্ধুপ্রতীম দেশগুলোর জন্য শান্তির বার্তা দিয়েছে যে, আমরা আঞ্চলিক দেশগুলো সম্মিলিত সহযোগিতার মাধ্যমে পারস্য উসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। এখানে বাইরের কোনো দেশের সেনাবাহিনীর উপস্থিতির কোনো প্রয়োজন নেই।” iqna
 
 
captcha