IQNA

জান্তা সরকারের ওপর চাপ বাড়ানোর আহ্বানে জাতিসংঘ

20:20 - February 01, 2022
সংবাদ: 3471371
মিয়ানমারের জনগণের ওপর সহিংসতা বন্ধ করে দ্রুত বেসামরিক শাসন পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এবং সামরিক শাসকদের ওপর চাপ বাড়াতে বিশ্ব নেতাদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাচেলেট।
তেহরান (ইকনা): দেশটিতে সামরিক বাহিনী ক্ষমতা দখলের প্রায় এক বছর হতে চলছে। সেই থেকে সামরিক বাহিনীর হাতে বন্দি আছেন সু চি। এ প্রসঙ্গে মিশেল বলেন, স্বাধীনতা হারানোর জন্য মিয়ানমারের জনগণকে ইতিমধ্যে চড়া মূল্য দিতে হয়েছে।
 
 
ব্যাচেলেট বলেন, মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘনের জন্য অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এখন সময় এসেছে। সেই সঙ্গে দেশটির গণতন্ত্র দ্রুত ফেরাতে বিশ্ব নেতাদের যথাযথ উদ্যোগী হওয়া প্রয়োজন।
 
আন্তর্জাতিক সম্প্রদায় যেন মিয়ানমারের বেসামরিক জনগণকে ত্যাগ না করে সেজন্য আহ্বান জানিয়েছেন তারা। এদের মধ্যে কিছু মানুষের সঙ্গে কথা হয়েছে জাতিসংঘের মানবাধিকারের প্রধানের।
 
চিলির সাবেক এই প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির সংস্থা আসিয়ান এ বিষয়ে যথেষ্ট কাজ করেনি।
 
জাতিসংঘের মানবাধিকারের হাইকমিশনার মিশেল আরও বলেন, আমি এই অঞ্চলের এবং এর বাইরের রাষ্ট্র প্রধানদের পাশাপাশি ব্যবসায়ীদেরকেও মিয়ানমারের বেসামরিক নাগরিকদের এই আবেদনটি শোনার অনুরোধ জানাচ্ছি। চলমান সমস্যা দ্রুত সমাধানের প্রয়োজন বলে মনে করেন তিনি। iqna
captcha