IQNA

পাকিস্তানে শিয়া ও সুন্নি আলেমদের সম্মিলত সভা

10:45 - August 04, 2016
সংবাদ: 2601323
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যে শিয়া ও সুন্নি আলেমদের সম্মিলিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পশ্চিমা অপসাংস্কৃতির আগ্রাসন ও উগ্রতাবাদের মোকাবেলা এবং মুসলিম মাযহাবসমূহের মাঝে ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে শিয়া ও সুন্নি আলেমদের এ বিশেষ সভা পাকিস্তানের কুয়েত্তা শহরের ‘সালাফিয়া মাদ্রাসা’য় অনুষ্ঠিত হয়েছে।

সভায় বেলুচিস্তান মুসলিম উলামা সোসাইটির আমির ও ইসলামি পরিষদের চেয়ারম্যান মাওলানা শিরানী ও কুয়েত্তার শিয়া মসজিদের জুমআর খতিব সৈয়দ হাশেম মুসাভিসহ দেহবন্দি, সালাফি, ব্রেলভি ও আহলে হাদিসের আলেমগণ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত আলেমগণ সাম্প্রদায়িকতাকে ইসলামের শত্রুদের সৃষ্টি নেফাকে’র আগুন বলে আখ্যায়িত করে বিভিন্ন মাহযাব ও ফের্কা’র মাঝে ঐক্য প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপ করেন।

সভা শেষে মাওলানা শিরানী’র ইমামতিতে সভায় উপস্থিত শিয়া ও সুন্নি আলেমবৃন্দ জামাতে মাগরিবের নামায আদায় করেন।#3519700
captcha