IQNA

ইসলাম অবমাননাকারীর বিরুদ্ধে রায় দিল স্কটিশ আদালত

18:40 - January 21, 2017
সংবাদ: 2602402
আন্তর্জাতিক ডেস্ক: মহানবি (স.) ও মুসলমানদের প্রতি অবমাননার মাধ্যমে একটি মুসলিম পরিবারকে উত্যক্তকারী এক স্কটিশকে গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দোষী সাব্যস্ত করেছে এদেশের গ্লাসকো’র আদালত।

Eveningntimes ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ক্রিস্টোফার টাগো (৩৩) একটি ফুটবল ম্যাচ শেষ হওয়ার পর গ্লাসকো শহরের জর্জ স্কয়ারে একটি মুসলিম পর্যটক পরিবারের নিকটবর্তী হয়ে মহানবি (স.) ও মুসলমানদের প্রতি অবমাননা করে তাদেরকে উত্যক্ত করার চেষ্টাকালে পুলিশের হাতে আটক হয়।

পুলিশে অভিযোগের আগে কয়েকজন পথচারী ঐ ব্যক্তিকে বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। দায়িত্বরত পুলিশদের উদ্দেশ্যে টাগো বলে: ‘কথা বলার ক্ষেত্রে তার স্বাধীনতা রয়েছে, সে যা চায় তা বলতে পারে’।

গ্লাস্কোর ঐ আদালত টাগোকে দোষী সাব্যস্ত করে তাকে বিনা পারিশ্রমিকে ১৮০ ঘন্টা কাজের দণ্ডে দণ্ডিত করেছে।

প্রসঙ্গত, স্কটল্যান্ডে প্রায় ১ লক্ষ মুসলমান বসবাস করেন। যা এ দেশের মোট জনসংখ্যার শতকরা ২ ভাগ।#3564870


captcha