IQNA

আল-আকসা মসজিদে শিশুদের খেলার ওপর নিষেধাজ্ঞার নিন্দা জানালো প্যালেস্টাইন এনডাওমেন্টস সংস্থা

19:05 - October 07, 2017
সংবাদ: 2604005
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি জাইনিস্ট সুপ্রিম কোর্ট আল-আকসা মসজিদের বাহিরের প্রাঙ্গণে শিশুদের খেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জাইনিস্ট সুপ্রিম কোর্টের এই নিষেধের তীব্র নিন্দা জানিয়েছে প্যালেস্টাইন এনডাওমেন্টস সংস্থা।
আল-আকসা মসজিদে শিশুদের খেলার ওপর নিষেধাজ্ঞার নিন্দা জানালো প্যালেস্টাইন এনডাওমেন্টস সংস্থা

বার্তা সংস্থা ইকনা: এ ব্যাপারে প্যালেস্টাইন এনডাওমেন্টস সংস্থা এক বিবৃতিতে বলেছে: আল-আকসা মসজিদের সীমানায় শিশুদের খেলার জন্য প্রবেশ করতে নিষেধ করেছে এবং এই কাজ বাস্তবায়নের জন্য তাদের পোষা পুলিশকে নির্দেশ দিয়েছে।

এই সংস্থা আরও বলেছে: কয়েকজন ইহুদী বাসিন্দা আল আকসা মসজিদে প্রবেশের সময় শিশুদের বল নিয়ে খেলা করতে দেখে। তাদের অভিযোগের ফলে আল-আকসা মজিদের বাহিরের প্রাঙ্গণে শিশুদের খেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্যালেস্টাইন এনডাওমেন্টস সংস্থা বিবৃতিতে আরও উল্লেখ করেছে: আল-আকসা মসজিদের ব্যাপারে জাইনিস্ট সুপ্রিম কোর্টের কোন সিদ্ধান্ত নেয়ার অধিকার নেই। আমরা তাদের আদেশের বিরোধিতা করি। এই মসজিদ মুসলমানদের মসজিদ এবং এই ব্যাপারে ইহুদীরা কোন সিদ্ধান্ত নিতে পারে না।

এই বিবৃতিতে গুরুত্বারোপ করা হয়েছে: জাইনিস্ট সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিচারের যে কোন নির্দেশ পালন করা মুসলমানদের জন্য বাধ্যতামূলক নয়।

iqna


captcha