IQNA

ইয়েমেনে সৌদি জোট বাহিনীর হামলা ৩৯ শহীদ এবং ৫১ আহত

18:03 - August 09, 2018
সংবাদ: 2606415
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা'দা প্রদেশের জাহিয়ান শহরে আগ্রাসী সৌদি জোট বাহিনীর বর্বরোচিত বিমান হামলায় অন্তত ৩৯ বেসামরিক ব্যক্তি শহীদ এবং ৫১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু।

 

বার্তা সংস্থা ইকনা: আজ (বৃহস্পতিবার) সা'দা শহরের জাহিয়ান শহরে সৌদি জোট বাহিনী এই হামলা চালায়। প্রাথমিক পর্যায়ে ইয়েমেনের মিডিয়া প্রকাশ করেছে, সৌদি জোট বাহিনীর বর্বরোচিত বিমান হামলায় ব্যক্তি ৩৯ শহীদ এবং ৪৩ জন আহত হয়েছেন।

এদিক সেদেশের চিকিৎসা মিডিয়া ঘোষণা করেছে, এই হামলার ফলে ৩৯ বেসামরিক ব্যক্তি শহীদ এবং ৫১ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এছাড়াও, সৌদি জঙ্গিবিমান ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় আল-হাদীদ প্রদেশের শায়েজিলা অঞ্চলের একটি খামারে বোমা বর্ষণ করলে দুই বেসামরিক ব্যক্তি নিহত এবং এক শিশু আহত হয়েছেন।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও তার আঞ্চলিক কয়েকটি মিত্রদেশ ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহালের জন্য সামরিক আগ্রাসন শুরু করলেও রিয়াদ সে লক্ষ্য অর্জন করতে পারে নি।

iqna

 

captcha