IQNA

সৌদিতে ঈদুল আজহা কবে, জানালেন জ্যোতির্বিদরা

0:07 - July 07, 2021
সংবাদ: 3470268
তেহরান (ইকন): এই বছর জিলকদ মাস ৩০ দিন হবে। সৌদি আরবে জিলহজ মাসের প্রথম দিন হবে ১১ জুলাই রোববার। এবং হজের অন্যতম রোকন উকূফে আরাফাহ ১৯ জুলাই সোমবার পালিত হবে।

এই হিসাবে সৌদি আরবে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২০ জুলাই মঙ্গলবার। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, দেশটির জ্যোতির্বিদরা এ সম্ভাবনার কথা জানিয়েছেন।


সৌদির বিখ্যাত জ্যোতির্বিদ কাসিম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মুসনাদ বলেছেন, জোতির্বিদরা নিজেদের গবেষণার ফল জানিয়ে দিয়েছেন। কিন্তু চূড়ান্ত ঘোষণা সৌদি আরবের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ঘোষণা করবে।

সৌদি আরবের জ্যোতির্বিদরা বলছেন, মাসের প্রথম ও শেষ দিনগুলোকে ক্রিসেন্ট পর্ব (ডুবন্ত চাঁদের চিহ্ন) বলা হয় এবং এর পরই জিলকদ মাসের পর থেকে চাঁদ প্রতিদিন সূর্য থেকে পশ্চিমে সরে যায়। তার হিসেবে পশ্চিম দিকের সূর্যাস্তের পর চাঁদের উত্থান মাসের শেষের দিকে এবং নতুন মাসের শুরু হওয়ার চূড়ান্ত প্রমাণ।

ট্যাগ্সসমূহ: সৌদি ، ঈদুল আজহা ، দেশইকনা ، ঈদ
captcha