IQNA

অসহায় মানুষ সমাজের বোঝা নয়

21:52 - August 25, 2021
সংবাদ: 3470559
তেহরান (ইকনা): মানবিক মর্যাদা ও অধিকারে পৃথিবীর সব মানুষকে সমান চোখে দেখে ইসলাম। বিশেষত, অসহায় ও দরিদ্র মানুষদের ইসলাম সমাজের অভিন্ন অংশ মনে করে এবং তাদের দায়িত্ব গ্রহণে অন্যদের উৎসাহিত করে।

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আত্মীয়-স্বজনকে দাও তার প্রাপ্য এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও এবং কিছুতেই অপব্যয় কোরো না।’ (সূরা বনি ইসরাঈল, আয়াত : ২৬)

অসহায়রা বোঝা নয়, রহমত : সমাজের অসহায় মানুষ বোঝা নয়; বরং তাদের প্রতি সদাচরণের মাধ্যমে মুমিনরা সমৃদ্ধি লাভ করে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা তোমাদের দুর্বলদের কারণে সাহায্য ও জীবিকা লাভ করে থাকো।’ (সহিহ বুখারি, হাদিস : ২৮৯৬)

দুর্বলদের দ্বারা জীবিকা লাভের ব্যাখ্যা : মুহাদ্দিসরা বলেন, দুর্বলদের মাধ্যমে জীবিকা লাভের কারণ হলো তারা দোয়ায় বেশি একনিষ্ঠ ও ইবাদতে বেশি বিনয়ী। তাদের অন্তর পার্থিব ঝামেলামুক্ত থাকে। অসহায় ও দুর্বলরা পার্থিব জীবনের উপায়-উপকরণ থেকে বঞ্চিত হওয়ায় তারা ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকে। রাসুলুল্লাহ (সা.) সেদিকে ইঙ্গিত দিয়ে বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ এই উম্মতকে সাহায্য করেন তাদের দুর্বলদের দ্বারা—তাদের দোয়া, নামাজ ও নিষ্ঠার মাধ্যমে।’ (সুনানে নাসায়ি, হাদিস : ৩১৭৮)

অসহায় ব্যক্তি তার প্রাপ্য লাভ করে : ধনী ও সচ্ছলরা অসহায়দের যে সম্পদ দান করে থাকে—এটা তাদের প্রাপ্য। আল্লাহ এটা তাদের জন্য নির্ধারণ করেছেন। ইরশাদ হয়েছে, ‘তারা কি তোমার রবের করুণা বণ্টন করে? আমিই তাদের মধ্যে তাদের জীবিকা বণ্টন করি—পার্থিব জীবনে এবং একজনকে অন্যের ওপর মর্যাদায় উন্নত করি, যাতে একে অন্যের দ্বারা কাজ করিয়ে নিতে পারে।’ (সূরা জুখরুফ, আয়াত : ৩২)

মানুষের জন্য খরচ করলে সম্পদ বাড়ে : অসহায় মানুষ, পরিবারের সদস্যদের জন্য খরচ করলে আল্লাহ তার জীবিকা বাড়িয়ে দেন। আল্লাহ বলেন, ‘বলুন, আমার রব তাঁর বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা জীবিকা বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা সীমিত করেন। তোমরা যা কিছু ব্যয় করবে, তিনি তার প্রতিদান দেবেন। তিনিই শ্রেষ্ঠ রিজিকদাতা।’ (সূরা সাবা, আয়াত : ৩৯)

সমাজসেবীর জন্য ফেরেশতাদের দোয়া : যারা সমাজের অসহায় মানুষের জন্য ব্যয় করে এবং উদার হস্তে খরচ করে আল্লাহর ফেরেশতারা তাদের সমৃদ্ধির জন্য দোয়া করেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘প্রতিদিন সকালে ফেরেশতারা দোয়া করে—হে আল্লাহ, খরচকারীকে যথোচিত বিনিময় দান করেন আর কৃপণের সম্পদ নষ্ট করে দেন।’ (সহিহ বুখারি, হাদিস : ১৪৪২)

নিজেকে অসহায় করে রাখবে না : ইসলাম অন্যদের অসহায়ের সাহায্য করার নির্দেশ দিলেও ব্যক্তিকে নিজের অসহায়ত্ব দূর করার নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘বরং তিনি, যিনি আর্তের আহ্বানে সাড়া দেন, যখন সে তাঁকে ডাকে এবং বিপদ-আপদ দূর করেন এবং তোমাদের পৃথিবীর প্রতিনিধি করেন। আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য আছে কি? তোমরা অতি সামান্য উপদেশ গ্রহণ করে থাকো।’ (সূরা নামল, আয়াত : ৬২)

আর্থিক উন্নয়নের চেষ্টা প্রশংসনীয় : ইসলাম মানুষকে কর্মনিষ্ঠ হওয়ার নির্দেশ দিয়েছে। ভাগ্যোন্নয়নের চেষ্টা ইসলামের দৃষ্টিতে প্রশংসনীয়। আল্লাহ বলেন, ‘আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজ অবস্থা পরিবর্তনে সচেষ্ট হয়।’ (সূরা রাদ, আয়াত : ১১)

আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।

লেখক : সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, ঢাকা

captcha