IQNA

কাতারের মসজিদসমূহ থেকে করোনা নিষেধাজ্ঞা প্রত্যাহার

13:05 - March 12, 2022
সংবাদ: 3471553
তেহরান (ইকনা): কাতারের সরকার ঘোষণা করেছে যে, সেদেশের মসজিদসমূহ থেকে সামাজিক দূরত্ব পালন সহ করোনাভাইরাস প্রতিরোধের জন্য বেশ কিছু নীতি বাতিল করা হয়েছে।
এ বিষয়ে মন্ত্রীসভার সিদ্ধান্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া পর আজ থেকে তা কার্যকর করা হচ্ছে।
 
কাতারি এনডাউমেন্টের বিবৃতি অনুসারে, ফরজ এবং জুমার নামাজের সময় মুসল্লিদের মধ্যে সামাজিক দূরত্ব পালন করার প্রয়োজন হবে না এবং মসজিদের ভিতরে জামাতে ফরজ নামাজ আদায়ের জন্য “এহরায” নামক অ্যাপ্লিকেশনের মাধ্যমে মুসল্লিদের স্বাস্থ্যের অবস্থা বর্ণনা করার প্রয়োজন নেই।
 
এছাড়াও মসজিদে ওযুর জন্য ওযুখানা, টয়লেট এবং নির্দিষ্ট স্থানের করোনাভাইরাস প্রতিরোধক নীতি বাতিল করা হয়েছে এবং সকল শিশুরাও নামাজের জন্য মসজিদে প্রবেশ করতে পারবে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদ মহিলাদের জন্যেও খোলা থাকবে এবং নামাজ আদায়ের জন্য ব্যক্তিগত জায়নামাজ আনার প্রয়োজন নেই।
 
এদিকে কাতার এনডাউমেন্ট অফিসও সেদেশের নাগরিকদের জুমার নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশের সময় সর্বদা মুখোশ পরতে বলেছে, যাতে নামাযীদের এবং পুরো সমাজের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
 
সর্দি, কাশি এবং উচ্চ জ্বরে আক্রান্ত ব্যক্তিদের মসজিদে না যাওয়ার জন্য মন্ত্রণালয় বিশেষ ভাবে আহ্বান জানিয়েছে। iqna
 

 

captcha