IQNA

ভারতের মুম্বাইসহ বিভিন্ন স্থানে করোনা বাড়ছে, সতর্ক থাকার আহ্বান

13:13 - June 01, 2022
সংবাদ: 3471935
ভারতের মুম্বাইয়ের কভিড-১৯ পজিটিভ হার মঙ্গলবারের ৬ শতাংশ থেকে বুধবার ৮ দশমিক ৪০ শতাংশে উঠেছে। দেশের এই বিনোদন এবং আর্থিক কেন্দ্রের নাগরিক সংস্থা বুধবার সন্ধ্যার মেডিক্যাল বুলেটিনে এ কথা বলেছে।
মুম্বাই শহরে বুধবার ৭৩৯টি নতুন কভিড-১৯ সংক্রমণ চিহ্নিত হয়েছে। এটি এ বছরের ১ ফেব্রুয়ারি থেকে সর্বোচ্চ।
 
তখন মুম্বাইতে ৮০৩ জন পজিটিভ ছিল। মুম্বাইয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ কর্মকর্তাদের অবিলম্বে ‘যুদ্ধের ভিত্তিতে’ পরীক্ষা বাড়াতে বলেছে।
পৌর সংস্থা বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) বুধবারের বিবৃতিতে বলেছে, ‘দৈনিক নতুন সংক্রমণ মুম্বাইতে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্ষার প্রাক্কালে এখন লক্ষণযুক্ত ঘটনা দ্রুত বৃদ্ধি পাবে। ’ বিএমসি চাইছে ১২-১৮ বছর শ্রেণির টিকাদান কর্মসূচি এবং বুস্টার ডোজ দেওয়া ব্যাপকভাবে এগিয়ে নিতে।
 
লক্ষণযুক্ত সংক্রমণ আবার ব্যাপকভাবে বৃদ্ধির আশঙ্কায় মুম্বাই নাগরিক সংস্থা বড় ফিল্ড হাসপাতালগুলোতে পর্যাপ্ত কর্মী নিয়োগ দিয়ে সতর্ক থাকতে বলেছে। বেসরকারি হাসপাতালগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
 
এদিকে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের চারটি বিশ্ববিদ্যালয়ে কভিড-১৯-এর গুচ্ছ সংক্রমণ পাওয়া গেছে বলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বুধবার বলেছেন।
 
স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যন সাংবাদিকদের বলেন, উত্তরের রাজ্য দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র এবং মধ্য প্রদেশ এবং প্রতিবেশী কেরালা থেকে চেন্নাইয়ের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিরে আসা বিপুলসংখ্যক শিক্ষার্থীর কারণে এই গুচ্ছ সংক্রমণ হয়ে থাকতে পারে। উল্লিখিত রাজ্যগুলোর কোনো কোনো স্থানে করোনা প্রতিদিন বাড়ছে।
 
সূত্র : এনডিটিভি
captcha